অর্পিতার জন্য প্রচারে বিপ্লব

দলনেত্রীর চাপে অবশেষে দ্বন্দ্ব ভুলে অর্পিতার হয়ে সকলকে নিয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিলেন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র। শুধু তাই নয়, অর্পিতাকে নিয়ে কারও কোনও ক্ষোভ থাকলে তা মেটানোর দায়িত্বও বিপ্লববাবুরই। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৯ ০৪:০০
Share:

দলনেত্রীর চাপে অবশেষে দ্বন্দ্ব ভুলে অর্পিতার হয়ে সকলকে নিয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিলেন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র। শুধু তাই নয়, অর্পিতাকে নিয়ে কারও কোনও ক্ষোভ থাকলে তা মেটানোর দায়িত্বও বিপ্লববাবুরই।

Advertisement

বৃহস্পতিবার কলকাতা থেকে ফোনে বিপ্লববাবু জানিয়েছেন, আজ, শুক্রবার তিনি কোর কমিটির জেলা নেতাদের নিয়ে বৈঠক করবেন। বিপ্লব বলেন, ‘‘আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। সকলের সঙ্গে আলোচনা করে দলনেত্রীর নির্দেশ মেনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামা হবে। বিক্ষুব্ধ কর্মীদের বোঝানো হবে।’’ অর্পিতার বক্তব্য, ‘‘সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমি ও বিপ্লবদা এক সঙ্গে কলকাতা থেকে বালুরঘাটে ফিরছি। শুক্রবার থেকে জোর কদমে প্রচার শুরু হবে।’’

বুধবারই অবশ্য অর্পিতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিপ্লববাবু। পাশাপাশি, বিজেপির তরফেও বিপ্লবের সঙ্গে যোগাযোগ শুরু হয় বলে দাবি করেছিলেন তাঁর ভাই প্রশান্ত মিত্র। সে দিনই কালীঘাটে দলনেত্রীর বাড়িতে বৈঠকে বিপ্লব বলেন, জেলায় দলের অধিকাংশ নেতাকর্মী অর্পিতাকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারেননি। মমতা সে কথায় গুরুত্ব না দিয়ে অর্পিতাকেই জেতাতে হবে বলে বিপ্লবকে কড়া বার্তা দেন। বিপ্লব-অর্পিতাকে আধ ঘণ্টার মধ্যে আলাদা আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নিতে নির্দেশ দেন। অর্পিতার দাবি, ‘‘বিপ্লবদার সঙ্গে আলোচনায় সব মিটে যায়।’’ এরপর মমতা তাঁদের দু’জনকে ডেকে জানতে চান। বিপ্লব-অর্পিতা দু’জনেই তখন তাঁকে জানান, সব মিটে গিয়েছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন