মেডিক্যাল কলেজ গড়তে জমির খোঁজ

প্রস্তাবিত মেডিক্যাল কলেজের জন্য জমি খোঁজা শুরু হল জলপাইগুড়িতে৷ সূত্রের খবর, জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ গড়ার জন্য স্বাস্থ্য দফতরের কর্তাদের প্রাথমিক পছন্দ টিবি হাসপাতাল পাড়ায় সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টোদিকের জমিটি৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০১:৪৮
Share:

প্রস্তাবিত মেডিক্যাল কলেজের জন্য জমি খোঁজা শুরু হল জলপাইগুড়িতে৷ সূত্রের খবর, জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ গড়ার জন্য স্বাস্থ্য দফতরের কর্তাদের প্রাথমিক পছন্দ টিবি হাসপাতাল পাড়ায় সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টোদিকের জমিটি৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তড়িঘড়ি ওই জমিটি ঘুরেও দেখেছেন রাজ্যের স্বাস্থ্য কর্তারা৷ সঠিক আয়তন জানতে জেলা প্রশাসনকে জমিটি মেপে দেখতেও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে৷

Advertisement

সোমবার জলপাইগুড়ি সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার দুপুরে আর্ট গ্যালারিতে তিনি প্রশাসনিক বৈঠক করেন৷ সেখানেই তিনি বলেন, ‘‘জলপাইগুড়িতে একটা মেডিক্যাল কলেজ দরকার৷’’ বৈঠকে উপস্থিত স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের এ ব্যাপারে উদ্যোগী হতে বলেন তিনি৷ এরপর স্পোর্টস কমপ্লেক্সের সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, জলপাইগুড়িতে একটা মেডিক্যাল কলেজ হবে৷ জানা গিয়েছে, জেলা স্বাস্থ্য দফতরের তরফেই টিবি হাসপাতাল পাড়ায় সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টোদিকের জমিটির কথা বলা হয়। সময় নষ্ট না করে ওইদিনই জমিটি পরিদর্শন করতে যান রাজ্য স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা৷ স্বাস্থ্য দফতরের একটি সূত্রের খবর, ওই জমিটির সঠিক আয়োতন কত তা মেপে দেখতে জেলা প্রশাসনের কর্তাদের অনুরোধ করেছেন স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা৷

জলপাইগুড়ির সিএমওএইচ জগন্নাথ সরকার বলেন, ‘‘সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টোদিকের জমিটা স্বাস্থ্য দফতরেরই জমি৷ তাই ওই জমিতেই মেডিক্যাল কলেজ গড়ার একটা ভাবনা-চিন্তা হচ্ছে৷ তবে ওই জমি নিয়ে ভাবনা-চিন্তাটা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে৷ চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি৷ স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা জমিটি দেখেছেন৷ কলকাতায় ফিরে তাঁরা কী নির্দেশ পাঠান তার অপেক্ষায় রয়েছি৷’’ ওই জমিটির আয়তন প্রায় ২১ একর৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মেডিক্যাল কলেজ গড়ার প্রক্রিয়ায় এগোনো নিয়ে খুব শীঘ্রই জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গেও বৈঠকে বসবেন স্বাস্থ্য দফতরের কর্তারা৷

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন