ভাঙন দেখতে জেলাশাসক

প্রতিদিনই অল্প অল্প করে নদী গিলছে আবাদি জমি। নদীর জল বাড়লে ভাঙন আরও ভয়াবহ আকার নেবে বলে আশঙ্কা বাসিন্দাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ০৩:১৫
Share:

আতঙ্ক: পারদেওনাপুর-শোভাপুরেও পাড় ভাঙছে গঙ্গা। —নিজস্ব চিত্র।

ভুতনির পরে ভাঙনের কবলে পারদেওনাপুর-শোভাপুর। গত কয়েকদিন ধরে গঙ্গা ভাঙন শুরু হয়েছে কালিয়াচক ৩ ব্লকের পারদেওনাপুর-শোভাপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া, মণ্ডলপাড়া, পরানপাড়া এলাকায়। প্রতিদিনই অল্প অল্প করে নদী গিলছে আবাদি জমি। নদীর জল বাড়লে ভাঙন আরও ভয়াবহ আকার নেবে বলে আশঙ্কা বাসিন্দাদের।

Advertisement

মঙ্গলবার সেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান মালদহের জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ও জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, সহকারী সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলরাও ছিলেন।

জেলাশাসক বলেন, ‘‘পারদেওনাপুর-শোভাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়েছে।’’ পারলালপুর ঘাটে একটি রাধাগোবিন্দ মন্দির রয়েছে। সেটিকে ভাঙনের গ্রাস থেকে রক্ষা করতে সেচ দফতরের তরফে কাজ চলছে বলে জানান তিনি। ভাঙন কবলিত এলাকাগুলোতে নদী ভাঙন ঠেকাতে যাতে সেচ দফতর ও বিভিন্ন দফতরের সমন্বয়ের মাধ্যমে কাজ করা যায় সে চেষ্টা চলছে বলে জানান জেলাশাসক।

Advertisement

এ দিনের পরিদর্শন নিয়ে শাসক দলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন এলাকার বিজেপি বিধায়ক স্বাধীন সরকার। তিনি বলেন, ‘‘আমার বিধানসভা এলাকায় ভাঙন হচ্ছে। সেটা পরিদর্শনে জেলা প্রশাসনের আধিকারিকরা আসছেন অথচ আমাকে কিছু জানানোই হল না।’’ তিনি জানান, এলাকার ভাঙন প্রতিরোধের জন্য তাঁর কিছু বক্তব্য ছিল। এ দিন পরিদর্শক দলের সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি মোয়াজ্জেম হোসেন। এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্বাধীনবাবু। মোয়াজ্জেম হোসেন অবশ্য বলেন, ‘‘আমার ওই ব্লকেই বাড়ি। সেখানে ভাঙন হচ্ছে অথচ স্থানীয় বিধায়ক কেন্দ্রকে বলে ফরাক্কা ব্যারাজের মাধ্যমে ভাঙন প্রতিরোধের কোনও কাজ করাতে পারছেন না।’’ ভাঙন এলাকায় পরিদর্শনে যে কেউ থাকতে পারেন বলে জানিয়েছেন জেলাশাসক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement