মমতার প্রচার চায়ে পে চর্চা

চায়ের পেয়ালা নয়, সরাসরি চা বাগানে তুফান তুলতে যেন মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই কপ্টারে চেপে এলেন এবং তার পর বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে বেড়ালেন ডুয়ার্সের চা বলয়ে।

Advertisement
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০২:৩১
Share:

মালবাজারে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার পথে। সন্দীপ পালের তোলা ছবি।

চায়ের পেয়ালা নয়, সরাসরি চা বাগানে তুফান তুলতে যেন মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই কপ্টারে চেপে এলেন এবং তার পর বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে বেড়ালেন ডুয়ার্সের চা বলয়ে। তাঁর মুখে শোনা গেল বাগান নিয়ে নানা কথা, আশ্বাস, ক্ষোভ, এমনকী অভিযোগও। তাতে কোথাও সাড়া মিলল, কোথাও বেরিয়ে এল পাল্টা ক্ষোভ-অভিযোগ। বেলা ১টা নাগাদ শিলিগুড়ি থেকে সোজা এসে নামেন আলিপুরদুয়ারের নিমতিতে। সেখান থেকে নাগরাকাটার সভা হয়ে মালবাজারে পদযাত্রা দিয়ে শেষ হল এ দিনের কর্মসূচি। রাতে মুখ্যমন্ত্রী রইলেন চালসার একটি বেসরকারি রিসর্টে। বৃহস্পতিবার তাঁর দ্বিতীয় দফা চা-প্রচার। প্রথম দিনের প্রচার একনজরে ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement