ধর্ষণের অভিযোগ তুলে না নেওয়ায় ধাওয়া করে ছুরি তরুণীকে

ধর্ষণের অভিযোগ তুলে না নেওয়ায় আক্রান্ত হলেন এক তরুণী। মোটর বাইকে করে পিছু নিয়ে দুই যুবক তাঁর গালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত সেই তরুণীকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০২:১২
Share:

ধর্ষণের অভিযোগ তুলে না নেওয়ায় আক্রান্ত হলেন এক তরুণী। মোটর বাইকে করে পিছু নিয়ে দুই যুবক তাঁর গালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত সেই তরুণীকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে।

Advertisement

ওই তরুণীর বাড়ি বীরপাড়ায়। বছর খানেক ধরে তাঁরা শিলিগুড়ির জ্যোতিনগরে থাকেন। মডেলিং করতে তিনি মুম্বইয়ে গিয়েছিলেন। আর অভিযুক্ত যুবক শহরের পঞ্জাবিপাড়ার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী। তিনিও এক সময় মুম্বইতে পড়াশুনো করতেন। কয়েক মাস আগে জিমে পরিচয়ের সূত্রে দু’জনের সম্পর্ক। তরুণীকে সে সময় বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন ওই যুবক।

আরও পড়ুন: দু’শো টাকা না দেওয়ায় সদ্যোজাতকে মেঝেতে ছুড়ে ফেললেন আয়া!

Advertisement

গত ৪ ফেব্রুয়ারি বাগডোগরায় এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে নেশার ওষুধ খাইয়ে তরুণীকে যুবকটি ধর্ষণ করে বলে অভিযোগ। এ ব্যাপারে থানায় নালিশ করতেই তাঁদের ঘনিষ্ঠ ছবি, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। তরুণীর আত্মীয়েরা জানান, মামলার তারিখ ছিল ১৫ মার্চ। তাই এ দিন, ১০ মার্চই অভিযোগ তুলে নেওয়ার ‘মেয়াদ’ বেঁধে দিয়েছিল ওই যুবক। তারপরে শুক্রবার বিকেলে দিদির বাড়ি থেকে দোকান যাচ্ছিলেন ওই তরুণী। পথে এনজেপি থানার লেকটাউন এলাকায় মোটরবাইকে করে ওই তরুণীর পিছু নেয় দুই যুবক। তরুণীর জামাইবাবু বলেন, ‘‘অভিযুক্ত যুবক নিজেই কোনও বন্ধুকে নিয়ে এসে এই কাণ্ড করেছে, না কাউকে ভাড়া করেছিল, তা পুলিশ তদন্ত করে দেখুক।’’

এ দিন এনজেপি থানায় ওই তরুণীর দিদি বোনকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। তার আগে নার্সিংহোমে ভক্তিনগর থানার পুলিশ অফিসারেরা গেলে তরুণীর পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা বলেন, ‘‘অভিযোগগুলি দেখা হবে। তরুণীর করা মামলায় অভিযুক্ত এবং দুই বাইক আরোহীর খোঁজ শুরু হয়েছে।’’ তরুণীর আইনজীবী অত্রি শর্মা জানান, খুনের চেষ্টার পাশাপাশি, চেহারা নষ্ট করতেই এমন আক্রমণ হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন