মৌসমের সভায় কংগ্রেসে ভাঙন

কংগ্রেসে আরও ভাঙনের ইঙ্গিত দিয়েছেন উত্তর মালদহের সাংসদ মৌসম নুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরাতন মালদহ শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ০৫:০৬
Share:

কংগ্রেসে আরও ভাঙনের ইঙ্গিত দিয়েছেন উত্তর মালদহের সাংসদ মৌসম নুর। তাঁর ইঙ্গিতের পরেই দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে মৌসম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পুরাতন মালদহের বিধায়ক কংগ্রেসের ভূপেন্দ্রনাথ হালদারকে (অর্জুন) নিয়ে। তাই পরিস্থিতি মোকাবিলায় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে দলবদলের জল্পনা উড়িয়ে দিলেন তিনি। তিনি বলেন, “কংগ্রেসেই জন্ম, আর কংগ্রেস থেকেই শেষ নিশ্বাস ত্যাগ করতে চাই। আমার বিরুদ্ধে একশ্রেণির মানুষ মিথ্যে গুজব ছড়াচ্ছেন।”

Advertisement

ভূপেন্দ্রনাথ জেলা কংগ্রেসে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

এ দিন দুপুর দুটো নাগাদ নিত্যানন্দপুর গ্রামে শুভেন্দুবাবুর সঙ্গেই সভাস্থলে হাজির হন সদ্য তৃণমূলে যোগ দেওয়া মৌসম নুর। আর মৌসম মাঠে হাজির হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কর্মী, সমর্থকেরা। মৌসমকে মুখ্যমন্ত্রীর ছবি উপহার দেন দলের স্থানীয় কর্মীরা। বিশাল আকারের ফুলের মালা দিয়ে সব নেতাকে বরণ করে নেওয়া হয়। শ্রদ্ধা জানানো হয় গাঁধীর ছবিতেও। দলীয় সমর্থকদের উচ্ছ্বাস দেখে আপ্লুত মৌসম বলেন, “তৃণমূলে যোগ দিয়ে জেলায় ফিরতেই নেতা, কর্মীরা আমাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন। সত্যিই তৃণমূলে যোগ দিয়ে খুব ভাল লাগছে।”

Advertisement

এ দিনের সভায় মৌসমের হাত ধরে একঝাঁক পঞ্চায়েত সদস্য সহ কংগ্রেসের ব্লক নেতারা যোগ দেন তৃণমূলে। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪ জন পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছেন তৃণমূলের। সেই তালিকায় রয়েছে হরিশ্চন্দ্রপুর ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী সুজাতা সাহা, পঞ্চায়েত সদস্য আসমা বেগম, জেলা পরিষদের প্রাক্তন নেত্রী রেহানা পারভিন সহ হরিশ্চন্দ্রপুর, চাঁচলের কংগ্রেসের একাধিক নেতানেত্রী। ইংরেজবাজারের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা রায়ও যোগ দেন তৃণমূলে।

মৌসম বলেন, “আরও অনেক নেতা কর্মী কংগ্রেস ছেড়ে যোগ দিবেন তৃণমূলে।”

দু’দলের সভা, পাল্টা সভায় খুশি পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দারা। তাঁদের দাবি, দু’দিনের সভার দিনে মুড়ি, তেলেভাজা, পেয়ারা মাখা বিক্রি করে হাজার দু’য়েক টাকা রোজগার হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন