নেতাদের নিয়ে বৈঠক মৌসমের

তৃণমূলের জেলা সভানেত্রী হয়ে দু’টি পুরসভা ভোটে লড়াইয়ে এখন থেকেই প্রস্তুতির কাজ শুরু করতে উদ্যোগী হলেন মৌসম নুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ০৪:১৮
Share:

আলোচনা: তৃণমূলের সভায় মৌসম। নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনে মালদহ জেলার দু’টি আসনেই ভরাডুবি হয়েছে তৃণমূলের। এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে জেলার দু’টি পুরসভা-ইংরেজবাজার ও পুরাতন মালদহেও তৃণমূল বিজেপির কাছে হেরেছে। অথচ আগামী বছরই এই দু’টি পুরসভার ভোট রয়েছে। তৃণমূলের জেলা সভানেত্রী হয়ে দু’টি পুরসভা ভোটে লড়াইয়ে এখন থেকেই প্রস্তুতির কাজ শুরু করতে উদ্যোগী হলেন মৌসম নুর। জেলার সমস্ত দলীয় নেতৃত্ব ও কর্মী একজোট হয়েই সেই লড়াইয়ে নামার বার্তাও দিলেন। বুধবার মালদহের জেলা সদর ইংরেজবাজার শহরের স্টেশন রোডে থাকা মৌসমের ব্যক্তিগত কার্যালয় নুর ম্যানশনে দলের জেলা নেতৃত্ব, ব্লক সভাপতি ও ব্লকের দলীয় পর্যবেক্ষকদের নিয়ে একটি বৈঠক করেন এবং সেখানেই দুই পুরভোটে লড়াইয়ের প্রস্তুতির সিদ্ধান্ত হয়। জানা গিয়েছে, সেই বৈঠকে লোকসভা ভোটের হার নিয়েও পর্যালোচনা হয়েছে।

Advertisement

গৌড় এক্সপ্রেসে বুধবার সকালে মালদহে ফেরেন মৌসম। তাঁকে স্বাগত জানাতে এদিন সকালে স্টেশনে কয়েকশো দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি দলের যুব সভাপতি অম্লান ভাদুড়ি, রতুয়া ১ ব্লকের দলীয় পর্যবেক্ষক নির্মল কর্মকার প্রমুখরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন