উত্তরে ডার্বি

আরও দু’হাজার টিকিট চাইল মোহনবাগান

ক্লাবের সদস্য-সমর্থকদের জন্য শিলিগুড়িতে ডার্বির আরও অন্তত দু’হাজার টিকিট চাইল মোহনবাগান। বুধবার শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানিয়ে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪০
Share:

স্টেডিয়াম পরিদর্শনে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা। নিজস্ব চিত্র

ক্লাবের সদস্য-সমর্থকদের জন্য শিলিগুড়িতে ডার্বির আরও অন্তত দু’হাজার টিকিট চাইল মোহনবাগান। বুধবার শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ কর্তৃপক্ষকে তারা বিষয়টি জানিয়ে দেন।

Advertisement

শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ বলেন, ‘‘ওই চিঠি পেয়েছি। বিষয়টি ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের জানানো হচ্ছে। তাঁরা যেমন বলবেন সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।’’

শিলিগুড়ি ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড হওয়ায় ম্যাচ আয়োজন-সহ টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে ইস্টবেঙ্গল। আগে মোহনবাগানকে চার হাজার টিকিট দেওয়ার কথা জানিয়েছিল ইস্টবেঙ্গল। তবে তাতে সবুজ-মেরুন সমর্থকদের অনেকেই তাঁদের জন্য নির্দিষ্ট গ্যালারিতে বসতে টিকিট পাবেন না বলে দাবি ওঠে। তা ছাড়া শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মোহনবাগান ফ্যানদের অনেকে খেলা দেখতে চাইলেও টিকিট মিলত না। এ সব ভেবেই ক্লাবের সদস্যদের অনেকে কর্মকর্তাদের আরও বাড়তি টিকিট চাইতে অনুরোধ করেন।

Advertisement

এর আগে ৩০০ টাকার আড়াই হাজার ও ৪০০ টাকার দেড় হাজার টিকিট চেয়েছিল মোহনবাগান। আরও টিকিট চাইলে ইস্টবেঙ্গল এবং শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ থেকে জানানো হয় ব্লক হিসাবে অন্তত ২ হাজার টিকিট নিতে চাইলে তাঁরা বিষয়টি দেখবেন। এর পরেই এ দিন ২০০ টাকার অতিরিক্ত দুই হাজার টিকিট চাওয়া হয়েছে।

মোহনবাগানের প্রতিনিধি তথা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট অরূপ মজুমদার এ দিন ক্রীড়া পরিষদের সচিবকে বাড়তি ওই টিকিট চাওয়ার বিষয়টি জানিয়ে ক্লাব কর্তাদের ই-মেল পাঠান। ভিভিআইপির চেয়ার পাতা গ্যালারির ৫০০ টাকার একশো টিকিটও চেয়েছে মোহনবাগান।

এ দিন মাঠ পরিদর্শন করে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে মাঠ প্রস্তুত করে দেওয়ার কথা জানিয়েদেন ইস্টবেঙ্গল কর্তারা।

ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার শিলিগুড়িতে আসেন আয়োজনের দায়িত্বে থাকা ম্যানেজার অরুণাভ ভট্টাচার্য এবং অঞ্জন সরকারদের মতো লাল-হলুদ কর্তারা। মাঠে এখনও দুই বেলা জল দেওয়া হচ্ছে বলে তাঁদের জানানো হয়। মাঠের বিভিন্ন অংশ অসমান রয়েছে দেখে এ দিন থেকেই রোলার চালাতে বলেন তাঁরা। অরুণাভবাবু বলেন, ‘‘মাঠ ঠিক রয়েছে। ১০ ফেব্রুয়ারির আগেই তা প্রস্তুত হয়ে যাবে। ১১ ফেব্রুয়ারি কাঞ্চনজঙ্ঘায় ইস্টবেঙ্গলের অনুশীলন করার কথাও আছে।’’ এ দিন দু’দলের ড্রেসিংরুম, প্রেস বক্সের ব্যবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তাঁরা।

আজ, বৃহস্পতিবার থেকে ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে বলে উদ্যোক্তারা জানান। বেলা সাড়ে ১১টা থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হবে। তার জন্য পুলিশি নিরাপত্তাও চাওয়া হয়েছে। দিন কয়েক আগেই ম্যাচের সমস্ত টিকিট চলে এসেছে শিলিগুড়িতে।

এ দিন মোহনবাগান ক্লাবের জন্য বরাদ্দ টিকিটের একাংশ দিয়েও দেওয়া হয়। ডার্বি ছাড়া ১৫ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল-লাজং ম্যাচও রয়েছে কাঞ্চনজঙ্ঘায়। ওই ম্যাচের টিকিটও কাউন্টার থেকে একই সঙ্গে মিলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন