নেপালি ভাষায় ভোটার তালিকা চায় মোর্চা

নেপালিতে ভোটার তালিকা প্রকাশের দাবি তুলল গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার দলের তরফে জানানো হয়েছে, সমতলের শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে নেপালি ভাষাভাষির প্রচুর সংখ্যক ভোটার রয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০২:৪৭
Share:

নেপালিতে ভোটার তালিকা প্রকাশের দাবি তুলল গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার দলের তরফে জানানো হয়েছে, সমতলের শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে নেপালি ভাষাভাষির প্রচুর সংখ্যক ভোটার রয়েছে। তাঁদের সুবিধার জন্য ভোটার তালিকা নেপালিতে প্রকাশ করাও জরুরি। বৃহস্পতিবার দার্জিলিঙের জেলাশাসকের দফতরে সর্দল বৈঠক হয়। সেখানেই নেপালি ভাষায় ভোটার তালিকা প্রকাশ ছাড়াও স্পর্শকাতর বুথের তালিকা ও কারণ জানানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানায়। পাশাপাশি, প্রচারের দিনক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন মোর্চার প্রতিনিধি। দলের স্টাডি ফোরামের সদস্য স্বরাজ থাপা বলেন, ‘‘বৈঠকে আমাদের দাবির কথা জানিয়েছি। সমতলে বাংলায় ভোটার তালিকা থাকে, অনেক নেপালি ভাষাভাষির মানুষের পক্ষে তা পড়া বা বোঝা সম্ভব হয় না। আবার পাহাড়ে আইএসসি পরীক্ষার কথা বলে ৮ এপ্রিল থেকে ১৫ এপ্রিল অবধি প্রচার, মাইক ব্যবহারের কথা বলা হচ্ছে। কিন্তু সব জায়গায় তো তা হচ্ছে না। মালদহ, মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী তো মাইক নিয়ে সভা করে যাচ্ছেন। তা হলে সকলের জন্য এক নিয়ম হচ্ছে না কেন! আর স্পর্শকাতর বুথের কারণ ও তালিকা আমরা চেয়েছি।’’ এই প্রসঙ্গে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, প্রচারে মাইক ব্যবহার নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। যে এলাকার মাইক ব্যবহার হবে, তার আশপাশে স্কুলে পরীক্ষা চললে তা ব্যবহার করা যাবে না। ৮ এপ্রিল অবধি তা কার্যকর থাকবে। সব জায়গায় ওই বিধি মেনেই অনুমতি দেওয়া হবে। পাহাড়ের স্কুল লাগোয়া কোথাও মাইক ব্যবহার চলবে না। অন্য জায়গায় হতেই পারে। কিন্তু নেপালি ভাষায় ভোটার তালিকা নিয়ে তাঁরা কিছু করতে পারবেন না বলে জানান। তবে তাঁরা দাবির কথা, নিবার্চন কমিশনে জানাচ্ছেন। সেখান থেকে নির্দেশ এলেই তা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন