বেঞ্চের উদ্বোধনে আমন্ত্রণ মোদীকে

কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনে দ্রুত রাষ্ট্রপতির অনুমোদনের আর্জি জানালেন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি ও জলপাইগুড়ি শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০৭:৩০
Share:

—ফাইল চিত্র।

কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনে দ্রুত রাষ্ট্রপতির অনুমোদনের আর্জি জানালেন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। পাশাপাশি বেঞ্চের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন তাঁরা। বেঞ্চ চালুর দাবিতে সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রাসাদের সঙ্গে দেখা করেছে ওই প্রতিনিধি দল।

Advertisement

বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার বলেন, ‘‘আমরা আইন মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপস্থিত থাকার জন্য। আমরা আশাবাদী বেঞ্চ চালু করতে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’’ সম্প্রতি জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের পরাজিত করেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। প্রতিনিধি দলে অভিজিৎবাবু ছাড়াও বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি গৌতম পাল ছিলেন। ছিলেন সাংসদ এসএস অহলুয়ালিয়া এবং বিজেপির উত্তরবঙ্গের আহ্বায়ক দ্বীপেন প্রামাণিক। জুলাইয়ে উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগস্টে বেঞ্চ উদ্বোধনের কথা বলছিলেন। তারপরে বেঞ্চ উদ্বোধন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। তখন রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় বেঞ্চের পরিকাঠামোর নির্মাণে রাজ্য সব করেছে, আর কিছু করার নেই।

বিজেপি-র জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক বাপি গোস্বামী বলেন, ‘‘জলপাইগুড়ির মানুষের আবেগ নিয়ে তৃণমূল খেলছে। আর নাটক চাই না।’’ জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী পাল্টা বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার সার্কিট বেঞ্চ উদ্বোধন ঝুলিয়ে রেখেছে। রাজ্যে পরিকাঠামোর সব কাজ করেছে।’’ তিনি জানান, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান দ্রুত সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামোর উদ্বোধন হোক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন