উত্তরবঙ্গে আজ মোদী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০৩:২৯
Share:

কংগ্রেস-সিপিএমের প্রথম সারির নেতারা আগেই পৌঁছে গিয়েছেন। মালদহ থেকে প্রচার শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শিলিগুড়ি, মালবাজারে প্রচার শুরু করে দিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সীতারাম ইয়েচুরি। আজ, বৃহস্পতিবার বিজেপির হয়ে ভোটের প্রচারে উত্তরবঙ্গে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দল সূত্রের খবর, প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের বীরপাড়ায় ও পরে শিলিগুড়ির গোঁসাইপুরে জনসভায় যোগ দেবেন। রাতেই তাঁর ফেরার কথা। ইতিমধ্যেই বিজেপির প্রথম সারির নেতা সিদ্ধার্থনাথ সিংহ উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। তিনি বীরপাড়ায় সভাস্থল দেখার পরে বলেন, ‘‘চা শিল্পের সমস্যা মেটাতে কেন্দ্র আন্তরিক। ইতিমধ্যেই অনেক পদক্ষেপ করা হয়েছে। বন্ধ বাগান অধিগ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।’’ ভোটের প্রাক্কালে চা বলয়ে নজর দিয়েছে কংগ্রেস-বামেরাও। চলতি সপ্তাহেই নাগরাকাটায় অধীর চৌধুরী এবং মহম্মদ সেলিম যৌথ সভা করবেন। আগামী শনিবার নাগরাকাটার ইউরোপিয়ান ক্লাব ময়দানে দুই নেতাকে এক মঞ্চে দেখা যাবে। এ দিন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার এই খবর জানিয়েছেন। তিনি বলেন, ‘‘নাগরাকাটায় কংগ্রেস প্রার্থী জোশেফ মুন্ডার সমর্থনে সেলিম এবং অধীর চৌধুরী সভা করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement