শান্তিরক্ষায় আর্জি নতুন কমিশনারের

বৃহস্পতিবার দুপুরে কমিশনারেটে গিয়ে তিনি প্রাক্তন পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। পুলিশ সূত্রের খবর, চেলিং সিমিক লেপচা কমিশনার কমিশনারেট ছেড়ে চলে যেতেই অফিসারদের নিয়ে বৈঠকে বসে নতুন কমিশনার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০২:৫১
Share:

স্বাগত: সি এস লেপচার থেকে দায়িত্ব নিচ্ছেন নীরজকুমার সিংহ (ডান দিকে)। ছবি: বিশ্বরূপ বসাক

পাহাড়ের পরিস্থিতির জেরে সমতলের বাসিন্দাদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানালেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার নীরজকুমার সিংহ।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে কমিশনারেটে গিয়ে তিনি প্রাক্তন পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। পুলিশ সূত্রের খবর, চেলিং সিমিক লেপচা কমিশনার কমিশনারেট ছেড়ে চলে যেতেই অফিসারদের নিয়ে বৈঠকে বসে নতুন কমিশনার। ঘণ্টা তিনেক বৈঠক চলে। আজ, শুক্রবার বিকেলে শান্তিশৃঙ্খলা, উন্নয়ন নিয়ে মিছিল হবে শিলিগুড়িতে। সেখানে বহু বাসিন্দা অংশ নেবেন বলে ধরে নিয়েই সব রকম প্রস্তুতি রাখার নির্দেশ দেন পুলিশ কমিশনার।

পরে নীরজকুমার বলেন, ‘‘কলকাতার পরে শিলিগুড়ি রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। পাহাড়ে একটি সমস্যা চলছে। রাজ্য সরকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করণীয় করছে। শিলিগুড়িবাসীর কাছে আমার আবেদন, শান্তিশৃঙ্খলা বজায় রাখুন। কোনও সমস্যা হলে পুলিশ-প্রশাসন দেখবে।’’

Advertisement

পুলিশ সূত্রের খবর, ১৯৯৪ ব্যাচের এই আইপিএস অফিসার এত দিন রাজ্যের আইজি (বর্ডার) ছিলেন। চেলিং সিমিক লেপচাকে পাঠানো হয়েছে কলকাতায় আইজি (সশস্ত্র বাহিনী) দায়িত্ব দিয়ে। মুখ্যমন্ত্রীর সফরের সময় ছাড়াও বেশ কিছু দিন ধরেই নতুন কমিশনার নিজের শাখার কাজে নিয়মিত শিলিগুড়ি আসা-যাওয়া করেছেন। ট্রাফিক ব্যবস্থাকেও ঢেলে সাজার কথা জানিয়েছেন নতুন কমিশনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement