অতিরিক্ত পুলিশ সুপার পেয়ে খুশি ধূপগুড়ি

জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে পুলিশ সুপার গ্রামীণ (অতিরিক্ত) পদের অফিস তৈরির জন্য জায়গা খুঁজছে পুলিশ। রাজ্য সরকার কিছুদিন আগে পুলিশ সুপার গ্রামীণ বলে একটি পদ তৈরি করে। সেই পদের জন্য ধূপগুড়িই প্রথম পছন্দ জেলা পুলিশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০০:৫৮
Share:

জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে পুলিশ সুপার গ্রামীণ (অতিরিক্ত) পদের অফিস তৈরির জন্য জায়গা খুঁজছে পুলিশ।

Advertisement

রাজ্য সরকার কিছুদিন আগে পুলিশ সুপার গ্রামীণ বলে একটি পদ তৈরি করে। সেই পদের জন্য ধূপগুড়িই প্রথম পছন্দ জেলা পুলিশের। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “ধূপগুড়িতে অফিস তৈরির কথা। সেখানে জায়গা না পেলে জেলার অন্য কোথাও অফিসের জন্য জায়গা দেখা হবে।” ইতিমধ্যে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার গ্রামীণ (অতিরিক্ত) পদের জন্য মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক নিমা নরবু ভুটিয়ার নাম ঠিক হয়েছে বলে জানায় পুলিশ।

এই খবরে খুশির হাওয়া ধূপগুড়ির বিভিন্ন মহলে। জনসংখ্যা ও ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে ধূপগুড়ি ব্লকে বাড়ছে অপরাধও। কামতাপুরি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও ১৯৯৮ থেকে কয়েক বার কেএলও জঙ্গিদের অত্যাচার ধূপগুড়িকে একসময় অশান্ত করে তুলেছিল। রাজ্যের মধ্যে সবচেয়ে বড় ব্লক ধূপগুড়ি। উত্তর দিকে ভুটান সীমান্ত। দক্ষিণে কোচবিহার জেলা। এ ছাড়া ধূপগুড়িকে মহকুমা করার দাবি দীর্ঘ দিনের। পুলিশ সুপার গ্রামীণের অফিস তৈরি হলে মহকুমা গঠনের কাজ কিছুটা হলেও প্রাধান্য পাবে বলে জানান নানা মহলের মানুষ। ব্যবসা, কৃষি, জনসংখ্যা, শিক্ষা সব দিক দিয়েই ধূপগুড়ির মহকুমার মর্যদা পাওয়া উচিত বলে মনে করেন তাঁরা।

Advertisement

ধূপগুড়ি ব্যবসায়ী সংগঠন ফোসিডের সম্পাদক হিমাদ্রী সাহা, “খুব ভাল খবর। শহরের পরিধি ও ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে অপরাধও। সব দিক চিন্তাভাবনা করেই হয়তো জেলা পুলিশ ধূপগুড়িতে পুলিশ সুপার গ্রামীণ পদের জন্য অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন