মনোনয়ন বাতিল

প্রচার রয়েছে, পোস্টার রয়েছে কিন্ত প্রার্থীদের দেখা নেই। সোমবারের পর থেকে মিরিক পুরসভার তৃণমূল প্রার্থীদের এলাকায় দেখা যাচ্ছে না বলে দাবি। প্রার্থীদের কেউ অচেনা নম্বর দেখলে ফোন তুলছেন না। আবার অনেকের মোবাইল বন্ধ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০২:২১
Share:

প্রচার রয়েছে, পোস্টার রয়েছে কিন্ত প্রার্থীদের দেখা নেই। সোমবারের পর থেকে মিরিক পুরসভার তৃণমূল প্রার্থীদের এলাকায় দেখা যাচ্ছে না বলে দাবি। প্রার্থীদের কেউ অচেনা নম্বর দেখলে ফোন তুলছেন না। আবার অনেকের মোবাইল বন্ধ। দল সূত্রের খবর, মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত প্রার্থীদের গোপন ডেরায় রাখা হয়েছে।

Advertisement

তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী অবশ্য প্রার্থীদের লুকিয়ে রাখা নিয়ে সরাসরি মন্তব্য না করে বলেছেন, ‘‘মোর্চা বিরোধী প্রার্থীদের ভয় দেখিয়ে নানা ভাবে প্ররোচনা দিচ্ছে। আমরা প্ররোচনায় পা দেব না।’’

দার্জিলিং জেলা প্রশাসন জানিয়েছে, মিরিকের ৭ নম্বর ওয়ার্ডের মোর্চা প্রার্থী ধ্রুব বোমজানের মনোনয়ন এ দিন বাতিল হয়েছে। এ দিন তৃণমূলের তরফে আইনজীবীদের একটি দল মিরিক মহকুমা শাসকের দফতরে গিয়ে মোর্চা প্রার্থীর ঠিকাদারি লাইসেন্স নিয়ে অভিযোগ জানান। সেই আপত্তির শুনানি হওয়ার পরেই মনোনয়ন বাতিলের পদক্ষেপ হয়েছে। দার্জিলিঙের জেলাশাসক জয়সী দাস বলেন, ‘‘আইন মেনেই মনোনয়ন বাতিল হয়েছে।’’

Advertisement

ধ্রুব মোর্চার যথেষ্ট প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তাঁকে চেয়ারম্যান পদপ্রার্থী করে লড়া হবে বলেও মোর্চা ঠিক করেছিল। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, ‘‘ঠিক কী হয়েছে তা জেনেই মন্তব্য করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন