Uttar Dinajpur

মমতার বৈঠকে থাকতে চিঠি দিলেন ডিএম

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০১:২৬
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়

সরকারি ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের কথা ঘোষণা করল উত্তর দিনাজপুর প্রশাসন।

Advertisement

রবিবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় নিজের দফতরের সভাকক্ষে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা। তিনি জানান, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ কালিয়াগঞ্জ শহরের কলেজমাঠে সরকারি জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। দুপুর আড়াইটে থেকে ওই মাঠেই জেলা স্তরের প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আপাতত ঠিক রয়েছে, মুখ্যমন্ত্রী ওই দিন মালদহ থেকে হেলিকপ্টারে কালিয়াগঞ্জের সভাস্থলে পৌঁছবেন। সভা শেষ করে হেলিকপ্টারেই ফের তাঁর মালদহে ফিরে যাওয়ার কথা। তবে মুখ্যমন্ত্রী জেলায় থাকতে চাইলে, সে জন্য রায়গঞ্জের কর্ণজোড়ায় সার্কিট হাউস তৈরি রাখা হয়েছে।

জেলাশাসক বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সরকারি জনসভা ও প্রশাসনিক বৈঠক নির্বিঘ্নে শেষ করতে প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা করা হয়েছে।’’

Advertisement

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই দিন সরকারি জনসভা থেকে মুখ্যমন্ত্রী জেলার ন’টি ব্লকের বিভিন্ন এলাকার প্রায় ৩০০ কোটি টাকা খরচে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি, জেলায় আরও ১০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সে দিনের প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের চিঠি পাঠানোর কাজ শুরু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে জেলা পরিষদের তৃণমূলের সদস্য, কর্মাধ্যক্ষ, সভাপতি, সহ-সভাপতি, মেন্টর, সহকারী মেন্টর, বিধায়ক, পুরপ্রধান, উপ-পুরপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতিরা। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন জেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজের অধ্যক্ষ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের কর্ণধারেরাও।

প্রশাসনিক সূত্রে খবর, এ দিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা কর্ণজোড়ায় মুখ্যমন্ত্রীর সভাস্থল ও প্রশাসনিক বৈঠকের জায়গার নিরাপত্তা নিয়ে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা কালিয়াগঞ্জের কলেজমাঠে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও সরকারি জনসভার জায়গা-সহ মাঠের একাংশের তৈরি হেলিপ্যাড পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি আনন্দ কুমার, রায়গঞ্জ রেঞ্জের আইজি জয়ন্ত পাল, রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার। এ দিন তাঁদের উপস্থিতিতেই ওই হেলিপ্যাডে হেলিকপ্টার নামার মহড়াও হয়।

আইজি আনন্দ কুমারের বক্তব্য, ‘‘মঙ্গলবার দুপুর একটার মধ্যে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী ওই মাঠে নামবেন। তাঁর নিরাপত্তায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।’’

এ দিন বুনিয়াদপুরেও মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সভাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা। রবিবার দুপুরে উত্তরবঙ্গের আইজি আনন্দ কুমার, ডিআইজি (মালদহ) প্রসূন বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকেরা সভার মাঠ, কত জমায়েত হবে, নিরাপত্তার জন্য কোন কোন ব্যবস্থা রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন