আক্রান্ত বেড়ে ১১

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে ডেঙিতে আক্রান্ত পাঁচ জনকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে জেলায় চলতি মাসে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১১ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০৩:১১
Share:

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে ডেঙিতে আক্রান্ত পাঁচ জনকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে জেলায় চলতি মাসে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১১ জন। গত জুন-জুলাই মাসে মোট ১৮ জনের শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছিল বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। তবে তারা সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, ‘‘বালুরঘাট হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ও নজরদারি চলছে। জমা জল ও জঞ্জাল পরিষ্কার এবং মশা মারতে স্প্রে ও ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ শুরু হয়েছে।’’ শহরের এক যুবকের অবশ্য অভিযোগ, ‘‘হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ এবং একই শয্যায় দুজনে থাকা অসম্ভব বলে হাসপাতাল থেকে চলে এসেছি।’’

শিলিগুড়ি শহর লাগোয়া ভক্তিনগর এলাকাতেও অন্তত ৫ জন ডেঙ্গি আক্রান্ত।

Advertisement

নিউ জলপাইগুড়ি এলাকার এক বাসিন্দাও শিলিগুড়ি খালপাড়ার একটি নার্সিংহোমে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছিল। উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার নির্মল বেরা জানিয়েছেন, ডেঙ্গিতে আক্রান্ত দু’জন এখানে ভর্তি রয়েছেন। চিকিৎসায় তারা সুস্থ হয়ে উঠছেন। অন্য দিকে পাহাড়ে ১৩ বছরের এক তরুণীর শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুসারে তা নিয়ে দার্জিলিং পাহাড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement