Fever

করোনা আবহে জ্বরের প্রকোপ বাড়ছে উত্তর দিনাজপুরে, পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি রোগীও

মঙ্গলবার দুপুর পর্যন্ত জ্বর নিয়ে ভর্তি প্রায় ৩৫ জন। প্রাথমিক পরীক্ষায় ১১ জনের শরীরে ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১৯:০৯
Share:

হাসপাতালে ভর্তি জ্বরে আক্রান্তরা। নিজস্ব চিত্র

অতিমারি আবহের মধ্যেই চোখ রাঙাচ্ছে জ্বর। জ্বর-সহ নানা উপসর্গ নিয়ে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি অনেকে। আক্রান্তদের মধ্যে ডেঙ্গি সংক্রমণ পাওয়া গিয়েছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত জ্বর নিয়ে ভর্তি হয়েছেন প্রায় ৩৫ জন। এর মধ্যে প্রাথমিক পরীক্ষার পর ১১ জনের শরীরে ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। জ্বরের বাড়বাড়ন্তের কথা স্বীকার করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও। হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় বলেন, ‘‘জ্বর নিয়ে দৈনিক ৮ থেকে ৯ জন হাসপাতালে আসছেন। জ্বরের রোগীর সংখ্যা বেড়েছে। এর পাশাপাশি সব রকম পরীক্ষাও করা হচ্ছে। এখানে ডেঙ্গিরও কয়েক জন রোগী আছেন।’’ পরিস্থিতির মোকাবিলায় আলাদা ভাবে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হবে বল হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার চাকুলিয়া, গোয়ালপোখরের বেশ কয়েক জন জ্বরে আক্রান্ত বলে জানা গিয়েছে। সেইসঙ্গে ইটাহার, রায়গঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের কয়েক জন রোগীও রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন। মিতা ধর নামে এক রোগী বলেনস ‘‘এক সপ্তাহ ধরে আমার জ্বর। ওষুধ খেয়েও জ্বর ছাড়ছিল না। শনিবার থেকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছি। সব রকম পরীক্ষা হয়েছে। তবে তেমন কিছু ধরা পড়েনি।’’ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বাসিন্দা মহম্মদ সাদেক আলি বলেন, ‘‘আমার স্ত্রী অসুস্থ। ওর ৬-৭ দিন ধরে জ্বর। ওষুধ খেলে কমছে। আবার জ্বর আসছে। করোনা পরীক্ষা পরীক্ষা হয়েছে। তবে কিছু ধরা পড়েনি। বিষয়টা নিয়ে উদ্বেগে রয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন