বালুরঘাট-হিলি রেলপথ

বরাদ্দ বৃদ্ধিতে সাফল্যের ভাগ চায় সব দল

বাজেটে বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণে ২৫০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথের কাজ ত্বরান্বিত করতে ১০৮ কোটি টাকা বাজেট বরাদ্দের খবরে খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ওই তথ্য প্রকাশ্যে আসতেই তাঁদের দাবি মেনে বাজেট বরাদ্দ হয়েছে বলে সাফল্য দাবি করে বিভিন্ন রাজনৈতিক দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০২:২৭
Share:

বাজেটে বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণে ২৫০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথের কাজ ত্বরান্বিত করতে ১০৮ কোটি টাকা বাজেট বরাদ্দের খবরে খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ওই তথ্য প্রকাশ্যে আসতেই তাঁদের দাবি মেনে বাজেট বরাদ্দ হয়েছে বলে সাফল্য দাবি করে বিভিন্ন রাজনৈতিক দল।

Advertisement

জেলার বালুরঘাট থেকে হিলি ২৯ কিলোমিটার রেলপথ সম্প্রসারণ প্রকল্পে ২৪২ কোটি ২২ লক্ষ টাকা খরচ ধরা হলেও গত বছর মাত্র ৪৪ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। অনুরূপভাবে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ রেলপথ সম্প্রসারণে ২২১ কোটি টাকা মোট প্রকল্প ব্যয়ের মধ্যে গত বার মাত্র ২৪ কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছিল। এ বারে সেই জায়গায় এক ধাপে ১০৮ কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। বালুরঘাটের বাম বিধায়ক বিশ্বনাথ চৌধুরী এ দিন রাতে বলেন, ‘‘হিলি-বালুরঘাট রেলপথ সম্প্রসারণে দিল্লিতে রেল বোর্ড এবং রেলমন্ত্রকে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে দরবার করা হয়েছিল। তার সুফল মেলায় আমরা খুশি।’’ জেলা কংগ্রেস নেতা স্বপন বিশ্বাসও বরাদ্দের কৃতিত্ব দাবি করে বলেন, ‘‘বাজেটের আগে দিল্লিতে গিয়ে রেলমন্ত্রকে পড়ে থাকা ওই প্রকল্পগুলিতে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ করে কাজ শুরুর দাবি জানানো হয়েছিল। সফল হয়েছে।’’ রেল সূত্রের খবর, আগামী দু’বছরের মধ্যে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথ তৈরির কাজ শেষ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে ।

তবে গঙ্গারামপুর-সহ জেলার একাধিক স্টেশন উন্নয়নে রেল বাজেটে আর্থিক বরাদ্দের খবর নেই বলে ক্ষুব্ধ বালুরঘাট-একলাখি রেল উন্নয়ন কমিটি। কমিটির জেলা সভাপতি পীযূষকান্তি দেব বলেন, ‘‘বালুরঘাটে যাত্রী পরিষেবা উন্নয়নে ডবল লাইন, সিগন্যালিং ব্যবস্থা সহ একাধিক স্টেশনের উন্নতির বিষয়টি ঝুলে রয়েছে। এ বারের বাজেটেও বরাদ্দের স্পষ্ট উল্লেখ নেই।’’ দাবি পূরণে আন্দোলন হবে বলে পীষুষবাবু ঘোষণা করেন। তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র অবশ্য বলেন, ‘‘বঞ্চনার ট্রাডিশন

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন