সকালে ছিল বৃষ্টি। দুপুরের দিকে রোদ উঠতেই ফের চেনা ছন্দে পুজোর বাজার। ছবি: দীপঙ্কর ঘটক।
আড়াই দিন টানা বৃষ্টির শেষে সোমবার দুপুরের পর দেখা মিলল রোদের। আর তাতেই জমাজমাট পুজোর বাজার। তবে বৃষ্টি নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। যার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ধেয়ে আসছে উত্তরে। তাই সাময়িক স্বস্তি মিললেও, নিশ্চিন্ত হতে পারছেন না কেউই।