প্রকাশ্যে মদ খেয়ে তোলাবাজি, পুলিশকেই গ্রেফতার করল পুলিশ!

এনজেপি থানা এবং রেল পুলিশের দাবি, ওই অফিসার তাঁদের ইউনিটের সদস্য নন। পরে রেল পুলিশের কয়েকজন অফিসার জানান, সম্ভবত তিনি ট্রাফিকের কোনও শাখায় আছেন। তবে এনজেপিতে এ দিন তাঁর ডিউটি ছিল না। তিনি কী কারণে স্টেশন চত্বরে ঘুরছিলেন, তা পরিষ্কার নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ১৪:৩০
Share:

অভিযুক্ত: পুলিশ আধিকারিক। নিজস্ব চিত্র।

প্রকাশ্যে মাতলামি এবং তোলা চাওয়ার অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিককের বিরুদ্ধে। তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা।

Advertisement

এনজেপি স্টেশনের সামনের গাড়ি পার্কিং এলাকার গাড়ির চালক ও দোকানদারদের অভিযোগ, শুক্রবার রাতে ওই সহকারী সাব ইন্সপেক্টর উর্দি পড়ে টলতে টলতে ঘোরাফেরা করছিলেন। পরে দোকানদারের হুমকি দিয়ে টাকা চান বলেও অভিযোগ। কয়েকজন ক্ষেপে গিয়ে এর প্রতিবাদ করতেই মদ্যপ অফিসার তাঁদের ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ।

এনজেপি থানা এবং রেল পুলিশের দাবি, ওই অফিসার তাঁদের ইউনিটের সদস্য নন। পরে রেল পুলিশের কয়েকজন অফিসার জানান, সম্ভবত তিনি ট্রাফিকের কোনও শাখায় আছেন। তবে এনজেপিতে এ দিন তাঁর ডিউটি ছিল না। তিনি কী কারণে স্টেশন চত্বরে ঘুরছিলেন, তা পরিষ্কার নয়। শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা বলেন, ‘‘বিষয়টি শুনেছি। ওই অফিসার কোন ইউনিটের তা দেখা হচ্ছে। এমন কাজ একেবারেই বাঞ্ছনীয় নয়।’’

Advertisement

পুলিশ সূত্রের খবর, রাত ৮টার পর কলকাতাগামী একাধিক ট্রেনের জন্য স্টেশন চত্বরে এমনিতেই যাত্রীদের ভিড় থাকে। তার উপরে পর্যটন মরসুম চলায় তা আরও বেশি ছিল। এরমধ্যে ওই অফিসারকে ঘিরে বিক্ষোভও শুরু হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। তাঁকে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ। শেষে ট্রাফিকের এক অফিসার এসে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত অফিসারকে উদ্ধার করে স্টেশনের ট্রাফিক বুথে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে সরিয়ে ফেলা হয়। রাত পর্যন্ত অবশ্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়নি।

স্থানীয় চালকরা জানান, সন্ধের পর থেকে ট্রাফিক পুলিশ গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছেন কি না তার পরীক্ষা শুরু করেন। সেখানে একজন পুলিশ অফিসার এমন করায় তাকে নিয়ে গিয়ে মেডিক্যাল টেস্ট করানো দরকার ছিল। উদ্ধারের পর এলাকা থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন