Murder Case in Malda

গলায় দাগ, বিছানায় পড়ে নিথর দেহ! স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য মালদহে

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম নাজিদা পারভিন (২৬)। রামপুর গ্রামেরই যুবক নওয়াজ় শরিফের সঙ্গে বছর ১০ আগে প্রেম করে বিয়ে হয় তাঁর। তাঁদের দুই পুত্রসন্তানও রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৩:২৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিছানায় পড়ে স্ত্রীর নিথর দেহ। গলায় স্পষ্ট হাতের দাগ। দেহের পাশে বসে কাঁদছেন তাঁর স্বামী। রাগের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। ‘অনুশোচনায়’ খুনের কথা তিনি স্বীকারও করেছেন বলে দাবি পুলিশের। ঘটনাটি ঘটেছে, মালদহের চাঁচল থানার অন্তর্গত ভাকরী গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম নাজিদা পারভিন (২৬)। রামপুর গ্রামেরই যুবক নওয়াজ় শরিফের সঙ্গে বছর ১০ আগে প্রেম করে বিয়ে হয় তাঁর। তাঁদের দুই পুত্রসন্তানও রয়েছে। প্রতিবেশীদের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। সোমবার রাতেও অশান্তি হয়েছিল দু’জনের মধ্যে। অনুমান, অশান্তির সময়ই রাগের বশে নাজিদার গলা টিপে শ্বাসরোধ করে খুন করেন নওয়াজ়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় চাঁচল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃতার বাবা নুরুল ইসলাম জানান, সোমবার রাতে মেয়ে ও জামাই—দু’জনেই তাঁর বাড়ি এসেছিলেন। রাতে খাওয়াদাওয়া সেরে নিজের বাড়ি ফিরে যান। তার পর মাঝরাতে তিনি নাজিদার মৃত্যুর খবর পান। গলায় দাগ রয়েছে, তা তিনিও লক্ষ্য করেছেন বলে দাবি নুরুলের। তাঁর অভিযোগ, নওয়াজ়ই খুন করেছেন। কিন্তু কেন তাঁর জামাই এমন কাণ্ড করলেন, তা বুঝে উঠতে পারছেন না নুরুল।

Advertisement

প্রতিবেশী শেখ ইসলাম বলেন, ‘‘আমার বাড়ির পাশেই নওয়াজ়েরা থাকতেন। প্রায়ই ওঁদের মধ্যে অশান্তি হত। সোমবার রাতেও ঝগড়া হয় তাঁদের মধ্যে। বিষয়টি আমরা তেমন গুরুত্ব দিইনি। তবে কিছুক্ষণ পর আমাকে একজন ডেকে জানান নাজিদা মারা গিয়েছে। গিয়ে দেখি তাঁর গলায় দাগ রয়েছে।’’ তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement