ছাদনাতলায় বিয়ের মন্ত্র থামল ছাত্রীর

সমস্ত প্রস্তুতি শেষ৷ মন্ত্র উচ্চারণের জন্য তৈরি হচ্ছিলেন পুরোহিত৷ এমন সময় ছাদনাতলায় হাজির হয়ে এক নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ৷ সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মণ্ডলঘাট এলাকায়৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০২:২৩
Share:

সমস্ত প্রস্তুতি শেষ৷ মন্ত্র উচ্চারণের জন্য তৈরি হচ্ছিলেন পুরোহিত৷ এমন সময় ছাদনাতলায় হাজির হয়ে এক নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ৷ সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মণ্ডলঘাট এলাকায়৷ দিন কয়েক আগে এই মণ্ডলঘাট এলাকারই ঝাকুয়াপাড়ায় দশম শ্রেণির একদল স্কুল ছাত্রীর তৎপরতায় বন্ধ হয়ে গিয়েছিল পনেরো বছরের এক কিশোরীর বিয়ে৷ এ বার ওই নাবালিকার বিয়ে রুখতে তার পিসিই মুখ্য ভূমিকা নেন বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করে ওই ছাত্রী। অভিযোগ, গত ৮ মার্চ যে তরুণের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল তার বাড়িতে চলে এসেছিল ওই কিশোরী। মণ্ডলঘাটের ভোটের বাড়ি এলাকাতেই দু’জনের বাড়ি৷ সে দিন থেকে ওই বাড়িতেই কিশোরী থাকত বলে জানা গিয়েছে। সেই বাড়িতেই এ দিন বসেছিল বিয়ের আসর। জানা গিয়েছে, প্যান্ডেল তৈরির কাজ করেন ওই তরুণ। মাঝেমধ্যে ভ্যান ও চালান। পুলিশের অনুমান, ওই তরুণের সঙ্গে বছর ১৪র কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার এক পুলিশ কর্তা জানিয়েছেন, এ দিন দুপুরে বিয়ের আয়োজন যখন সম্পূর্ণ তখন কিশোরীর পিসি থানায় এসে ঘটনাটি জানান৷ দেরি না করে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় পুলিশ৷ বিয়ে বন্ধ করে কিশোরী ও যুবককে থানায় নিয়ে আসা হয়৷ সঙ্গে নিয়ে আসা হয় তার বাবা-মাকেও৷ পরে থানায় আসেন কিশোরীর বাড়ির লোকেরাও৷ বয়স হওয়ার আগেই কেন ওই কিশোরীকে বিয়ে দেওয়া হচ্ছিল তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ পাশাপাশি গত ৮ মার্চ ওই কিশোরী বাড়ি ছাড়লেও তার বাড়ির লোকেরা কেন কোনও ব্যবস্থা নিল না সেটাও জানার চেষ্টা করছে পুলিশ৷

Advertisement

তবে কিশোরীর বাবার বক্তব্য, মেয়ে ঘর ছেড়ে ওই তরুণের বাড়িতে চলে যাওয়ায় বদনামের ভয়েই তারা আর কোনও পদক্ষেপ করেননি। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি শুভাশিস চাকী বলেন, ‘‘পুলিশ ঘটনার তদন্ত করছে৷ ওই কিশোরীকে সিডব্লুউসি-র হাতে তুলে দেওয়া হবে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন