আপস-রফা হলেও তদন্ত চালাবে পুলিশ

‘চরিত্রের অপবাদ’ দিয়ে শিলিগুড়ির উত্তরায়ণের ডিস্কোয় দুই তরুণীকে নিগ্রহের ঘটনায় উভয়পক্ষের আপস-রফা হলেও তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ডিস্কো কর্তৃপক্ষের কাছে ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে। শুধু তা-ই নয়, শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা দুই তরুণীর জবানবন্দিও নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

Advertisement

কিশোর সাহা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০২:০৫
Share:

‘চরিত্রের অপবাদ’ দিয়ে শিলিগুড়ির উত্তরায়ণের ডিস্কোয় দুই তরুণীকে নিগ্রহের ঘটনায় উভয়পক্ষের আপস-রফা হলেও তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ডিস্কো কর্তৃপক্ষের কাছে ভিডিও ফুটেজ চাওয়া হয়েছে। শুধু তা-ই নয়, শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা দুই তরুণীর জবানবন্দিও নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, উভয়পক্ষের গোলমাল আলোচনার মাধ্যমে মিটতেই পারে। কিন্তু, যে হেতু পুলিশের কাছে ১০০ নম্বরে একবার অভিযোগ জানানো হয়েছে, সে জন্য আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির বিষয়টি নথিভুক্ত হওয়া বাধ্যতামূলক।

Advertisement

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের একাধিক অফিসার জানান, পুলিশের কাছে একবার কোনও অভিযোগ জানানোর পরে তা প্রত্যাহার করার ক্ষেত্রেও থানায় উভয়পক্ষকে লিখিতভাবে জানাতে হয়। সে জন্যই শিলিগুড়ির পুলিশ কমিশনার দুই তরুণীর সঙ্গে যোগাযোগ করে বয়ান নেওয়ার নির্দেশও দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে ডিস্কো কর্তৃপক্ষকেও তদন্তে সহযোগিতার অনুরোধ করা হয়েছে। ডিস্কো কর্তৃপক্ষের তরফে অন্যতম মালিক পিন্টু দাস অবশ্য গোড়া থেকেই জানিয়ে দিয়েছেন, তাঁরা পুলিশ-প্রশাসনকে সবরকম সহযোগিতা করছেন।

যদিও দুই তরুণী জানিয়ে দিয়েছেন, ডিস্কো কর্তৃপক্ষ কর্মীদের দিয়ে ক্ষমা চাওয়ানোয় ও চিকিৎসার খরচ দিতে সম্মত হওয়ায় তাঁরা মামলায় যেতে চান না। তবে, তাঁরা পুরোপুরি সুস্থ নন বলে দাবি করেছেন। সুস্থ হলেই সেই রাতে ডিস্কোয় কী ভাবে, কী ঘটেছিল তা তাঁরা পুলিশকে জানিয়ে দেবেন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান, ভিডিও ফুটেজ দেখলেই অনেক তথ্য স্পষ্ট যাবে। পুলিশের এক কর্তা জানান, দু’দিনের মধ্যে ফুটেজ জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ওই কর্তা জানান, রবিবার রাতে ঘটনাটি ঘটলেও কেন বৃহস্পতিবার পর্যন্ত ফুটেজ সংগ্রহ করা যায়নি, সেটাই তাঁরা বুঝতে পারছেন না। অথচ, পুলিশের কাছে খবর রয়েছে, ওই দিনের ভিডিও ফুটেজের কিছু অংশ নানা জায়গায় পৌঁছে গিয়েছে। যেখানে দুই নিগৃহীত তরুণীকে চিকিৎসা বাবদ কিছু টাকা নিতে দেখা যাচ্ছে। পুলিশ সেই ফুটেজও সংগ্রহের চেষ্টা করছে। পুলিশের এক কর্তা জানান, ঘটনার সত্যাসত্য খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সরকারি সূত্রের খবর, শিলিগুড়ির উত্তরায়ণের ওই ডিস্কোর ব্যাপারে রাজ্য পুলিশের সদর দফতরেও কিছু তথ্য পৌঁছেছে। রাজ্যের আবগারি কমিশনারের অফিস থেকেও খোঁজখবর চলছে। রাজ্য পুলিশের এক কর্তা জানান, মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী কোথাও মহিলাদের সম্মানহানির অভিযোগ উঠলে তা নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। সেই কারণেই পুলিশ অতি মাত্রায় তৎপর হয়ে উঠেছে বলে সরকারি সূত্রেই জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement