Unnatural Death Of RG Kar Student

ডাক্তারি ছাত্রীর মৃত্যুতে নানা দাবি ধৃতের

মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘মালদহ মেডিক্যাল কর্তৃপক্ষের কাছে ময়না-তদন্তের রিপোর্ট দ্রুত চাওয়া হয়েছে। অভিযুক্ত একাধিক দাবি করেছে। সে সবও দেখা হচ্ছে।’’ যদিও ধৃতের সব দাবি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ওই ছাত্রীর পরিবার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫২
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

অতিরিক্ত প্যারাসিটামল জাতীয় ওষুধের প্রভাবেই কি মৃত্যু হয়েছে মালদহে মৃত ডাক্তারিছাত্রীর! সূত্রের খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মৃতার শরীরে মিলেছে অতিরিক্ত প্যারাসিটামল জাতীয় ওষুধ। কলকাতার একটি মেডিক্যাল কলেজের ওই ছাত্রীকে জোর করে সে পরিমাণ ওষুধ খাওয়ানো হয়েছিল, না মেয়েটি নিজে সে ওষুধ খান,নিশ্চিত নয় পুলিশ। কারণ, সোমবারেও ময়না তদন্তের রিপোর্ট আসেনি। ঘটনায় ধৃত ডাক্তারি পড়ুয়া পুলিশের কাছে দাবি করেছে, অন্য যুবকের সঙ্গে ছাত্রীটির সম্পর্ক তৈরি হওয়ায় সামাজিক ভাবে বিয়েতে আপত্তি করেছিল সে।

মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘মালদহ মেডিক্যাল কর্তৃপক্ষের কাছে ময়না-তদন্তের রিপোর্ট দ্রুত চাওয়া হয়েছে। অভিযুক্ত একাধিক দাবি করেছে। সে সবও দেখা হচ্ছে।’’ যদিও ধৃতের সব দাবি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ওই ছাত্রীর পরিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন