আলিপুরদুয়ারে ওভারব্রিজের জন্য ঘর ভেঙে ফেলার নির্দেশ, অভিযুক্ত রেল

ওভারব্রিজ নির্মাণ করবে রেল। যার ফলে উচ্ছেদ হওয়ার মুখে নিউ আলিপুরপদুয়ার রেলস্টেশনের কাছে চাপোরেরপাড় ১ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৬২টি পরিবার। ব্লক প্রশাসনকে না জানিয়ে রেলমন্ত্রকের আধিকারিকরা এলাকার বাসিন্দাদের ঘর ভাঙার কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ০১:২৯
Share:

ওভারব্রিজ নির্মাণ করবে রেল। যার ফলে উচ্ছেদ হওয়ার মুখে নিউ আলিপুরপদুয়ার রেলস্টেশনের কাছে চাপোরেরপাড় ১ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৬২টি পরিবার। ব্লক প্রশাসনকে না জানিয়ে রেলমন্ত্রকের আধিকারিকরা এলাকার বাসিন্দাদের ঘর ভাঙার কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

এ দিন এলাকায় গিয়ে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় ডবল লাইনের কাজ হবে। সে কারণে পুরানো রেল ওভারব্রিজের বদলে ডবল লাইনের উপর দিয়ে নতুন ব্রিজ তৈরি করা হবে। সেই কাজ শুরুও হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। দফতর সূত্রে জানা গিয়েছে, আনুমানিক ১৫ কোটি টাকা ব্যয় হবে ওই কাজে।

বিষয়টি নিয়ে সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘উন্নয়নের প্রয়োজন আছে। আমরা তার বিরোধিতা করব না।’’ কিন্তু জেলা প্রশাসনের সঙ্গে কোনওরকম আলোচনা না করে ঘর ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করে সরব হয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘ঘর ভাঙলে পরিবারগুলি কোথায় যাবে? জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ১৬২টি পরিবারের থাকার জন্য পাশেই বিকল্প জায়গার খোঁজ করছি।’’ আলিপুরদুয়ার ২ ব্লকের বিডিও ধীমান দাসও জানান, এলাকার ঘর ভাঙার খবর প্রশাসনিকভাবে জানতে পারেননি তাঁরা।

Advertisement

এ দিন ঘটনাস্থলে আসা রেলের আধিকারিক সন্তোষ কুমার জানান, ঘর ভাঙার কথা বাসিন্দাদের জানানো হয়েছে। কিন্তু এলাকার বাসিন্দা অশোক রায়, শ্যামল চক্রবর্তীরা জানান রেল থেকে নোটিশ দিয়ে কিছু জানানো হয়নি।

তাঁদের দাবি, ঠিকাদার এসে ঘর ভাঙার কথা বলেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ঘর ও শৌচাগারও ভাঙা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন