শিক্ষারত্নে স্বীকৃতি মঞ্জুদেবীকে

হঠাৎই অসুস্থ হয়ে চলার শক্তি হারিয়ে ফেলেছিলেন। তবুও একটি দিনের জন্য স্কুলে যাওয়া ছাড়তে পারেননি।

Advertisement
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৯
Share:

হঠাৎই অসুস্থ হয়ে চলার শক্তি হারিয়ে ফেলেছিলেন। তবুও একটি দিনের জন্য স্কুলে যাওয়া ছাড়তে পারেননি। ক্র্যাচে ভর করে প্রতিদিন স্কুলে গিয়েছেন তিনি। শারীরিক প্রতিবন্ধতাকে দূরে ঠেলে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতার করে যাওয়ার স্বীকৃতি স্বরূপ শিক্ষারত্ন পুরস্কার পেলেন শামুকতলার এক প্রাথমিক শিক্ষিকা। ওই শিক্ষিকার নাম মঞ্জু রায় চৌধুরী। শামুকতলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি। কলকাতা নজরুল মঞ্চে গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন সরকারের পক্ষ থেকে তাঁর হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শংসাপত্র, ফুল, উত্তরীয়, মিষ্টি ছাড়াও তাঁর হাতে ২৫ হাজার টাকার একটি চেকও দেওয়া হয়। মঞ্জুদেবী জানালেন, ‘‘স্কুল আমার জীবন। ছাত্রছাত্রীরা আমার সন্তান। ওদের ছেড়ে থাকতে পারিনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement