হাসমি চকে অবরোধ

ভুল চিকিৎসায় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে চিকিৎসকের গ্রেফতারির দাবি জানিয়ে হাসমিচকে অবরোধ করলেন রোগীর আত্মীয়রা। শনিবার দুপুরে রোগীর স্বামী অমিত গর্গের নেতৃত্বে প্রায় ১৫-২০ জন আত্মীয় হাসমিচকে গিয়ে আচমকা শুয়ে পড়েন।

Advertisement
শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ০১:৪৪
Share:

ভুল চিকিৎসায় গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে চিকিৎসকের গ্রেফতারির দাবি জানিয়ে হাসমিচকে অবরোধ করলেন রোগীর আত্মীয়রা। শনিবার দুপুরে রোগীর স্বামী অমিত গর্গের নেতৃত্বে প্রায় ১৫-২০ জন আত্মীয় হাসমিচকে গিয়ে আচমকা শুয়ে পড়েন। হঠাৎ এমন ঘটনায় ব্যস্ত শহরের ট্রাফিক ব্যবস্থা থমকে যায়। কর্তব্যরত ট্রাফিক পুলিশ গিয়ে তাঁদের হঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে অবস্থা সামাল দেন। মিনিট ১৫ অবস্থান বিক্ষোভের পরে তাঁদের উঠিয়ে দেয় পুলিশ। তাতেই আটকে যায় শহরের গতি। যদিও অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক কবিতা মন্ত্রি। তবে ব্যস্ত রাস্তা অবরোধ করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও রাস্তা অবরোধের অভিযোগ দায়ের করে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কবিতা মন্ত্রীর অধীনে চিকিৎসা করাচ্ছিলেন সন্তানসম্ভবা প্রণামি মন্দির রোডের বাসিন্দা সঙ্গীতা গর্গ। শুক্রবার তাঁর প্রসবের কথা ছিল। সেই মত সকালে ভর্তি করানো হয়। সকাল সাড়ে আটটা নাগাদ গর্ভ পরীক্ষা করতে গিয়েই ওই বাচ্চাটিকে মৃত বলে বুঝতে পারেন চিকিৎসক। অভিযুক্ত চিকিৎসক বলেন, ‘‘সেই সময় রোগীর অবস্থাও খুবই খারাপ ছিল। রোগীকে বাঁচানোর জন্য রোগীর আত্মীয়দের আগে জানানো হয়নি। ’’ যদিও তাঁর বক্তব্য ঠিক নয় বলে জানান রোগীর স্বামী অমিত গর্গ। তিনি বলেন, ‘‘চিকিৎসককে বারবার ডাকা সত্বেও উনি আসেননি। এ ছাড়া একজন নার্স ইঞ্জেকশন দেওয়ার পরেই স্ত্রী অসুস্থ হয়ে পড়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন