প্রচারই সার, বৈঠকে এলেন না দুই মন্ত্রী

কথা ছিল বৈঠকে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। থাকার কথা ছিল দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ারও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:০৩
Share:

বৈঠক: শিলিগুড়িতে। নিজস্ব চিত্র

কথা ছিল বৈঠকে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। থাকার কথা ছিল দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ারও।

Advertisement

অথচ লোকসভা ভোটের আগে চা বাগানের মন বোঝার জন্য এই বৈঠক। কিন্তু শেষমুহূর্তে দুই কেন্দ্রীয় মন্ত্রী না আসায় বৈঠকের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন দলের কর্মীদের একাংশ।

যদিও এ দিন বাগান মালিক, চা শ্রমিক নেতা, চায়ের সঙ্গে যুক্ত শিল্পপতিদের একাংশকে নিয়ে বৈঠক করেন বাকি বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন বসু। চা শিল্পের নানা সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। এ দিন বৈঠকে ছিলেন বিজেপির ডুয়ার্সের দুই নেতা জন বার্লা ও মনোজ টিগ্গা। ছিলেন দলের পাহাড়ের সভাপতি মনোজ দেওয়ানও।

Advertisement

কিন্তু কিরেণ রিজেজু এবং অহলুওয়ালিয়া না থাকায় কোনও বিষয়েই মুখ খুলতে চাননি উপস্থিত নেতৃত্ব। গোর্খাল্যান্ডের মতো বিষয় নিয়ে প্রশ্নের জবাবও এড়িয়ে যান তাঁরা।

পরে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, জরুরি কাজের জন্য কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার কর্মসূচিতে বদল করা হয়েছে। এই ব্যাপারে জানতে চেয়ে অহলুওয়ালিয়াকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। রাত অবধি মেসেজেরও জবাব দেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন