সাফারিতে জুড়বে ডুয়ার্সও

শিলিগুড়ির শালুগাড়ায় চলছে প্রস্তাবিত সাফারি পার্কের কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে তার প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। এর মধ্যেই পার্ককে আরও আকর্ষণীয় করে তোলার জন্য পার্কের সঙ্গে ডুয়ার্স ও পাহাড়কে এক সার্কিটে নিয়ে আসার চিন্তাভাবনা শুরু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০২:৩৪
Share:

শিলিগুড়ির শালুগাড়ায় চলছে প্রস্তাবিত সাফারি পার্কের কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে তার প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। এর মধ্যেই পার্ককে আরও আকর্ষণীয় করে তোলার জন্য পার্কের সঙ্গে ডুয়ার্স ও পাহাড়কে এক সার্কিটে নিয়ে আসার চিন্তাভাবনা শুরু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে বসে এ কথা জানান তিনি। কী ভাবে যুক্ত করার চেষ্টা চলছে তার ব্যখ্যা দিলেন গৌতমবাবু। তিনি বলেন, ‘‘শুকনা ও গজলডোবা থেকে দু’টি রুটে জঙ্গলের মধ্য দিয়ে সাফারি চালু করার চিন্তা ভাবনা চলছে।’’ এ বিষয়ে তিনি বনদফতরের সঙ্গেও কথা বলবেন বলে জানান। তিনি বলেন, ‘‘বন দফতরকে রাজি করানো হচ্ছে। তাঁদের সঙ্গে কথা বলে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা তৈরি করানোর ব্যাপারে কথা বলব।’’ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করতে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বন দফতরকেই। তবে তাঁরা রাজি না হলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিজেরাও তা তৈরি করে দিতে পারে। এই রাস্তা চালু হলে নতুন করে পর্যটনের ক্ষেত্রে এই রুট ব্যবহার করা যাবে বলে তিনি মনে করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন