দোকানদারকে খুন চা বাগানে

ধারালো অস্ত্র দিয়ে পান দোকানদারকে খুনের অভিযোগ উঠল ডিমা চা বাগানে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে কালচিনি থানার ডিমা চাবাগানের আট নম্বর লাইনে। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। কালচিনি থানার ওসি প্রেমা ওয়াংদি ভুটিয়া বলেন, “মৃতের নাম সিমলা ঘোসাই (২৩)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০১:৩১
Share:

ধারালো অস্ত্র দিয়ে পান দোকানদারকে খুনের অভিযোগ উঠল ডিমা চা বাগানে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে কালচিনি থানার ডিমা চাবাগানের আট নম্বর লাইনে। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। কালচিনি থানার ওসি প্রেমা ওয়াংদি ভুটিয়া বলেন, “মৃতের নাম সিমলা ঘোসাই (২৩)। এলাকার যুবক ওমরেশ ওরাঁও খুনের কথা স্বীকার করেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সিমলার দোকানে ওমরেশরা রোজ ভিড় জমাত। সিমলা তাতে মানা করায় ওমরেশ ধারালো অস্ত্র দিয়ে ওঁকে খুন করে।’’ এ দিন আদালত অমরেশের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement