রাজ্য চেয়ে মাথা নেড়া করল জাপ

রাজ্য সরকারের বিরুদ্ধে আলাদা রাজ্যের দাবিকে ধামাচাপা দেওয়ার অভিযোগে মাথা নেড়া করে ‘প্রতিবাদ’ জানালেন জাপের কয়েকজন সদস্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ০২:৪১
Share:

রাজ্য সরকারের বিরুদ্ধে আলাদা রাজ্যের দাবিকে ধামাচাপা দেওয়ার অভিযোগে মাথা নেড়া করে ‘প্রতিবাদ’ জানালেন জাপের কয়েকজন সদস্য।

Advertisement

সোমবার সকালে কালিম্পঙের ডম্বরচক লাগোয়া দলের দফতরে হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টির যুব সংগঠন ‘যুবা একাই’-এর ১৫ জন সদস্য মাথা নেড়া করেন। পরে তারা ডম্বরচকে জমায়েত করে গোর্খাল্যান্ডের দাবি জানান। ওই সদস্যদের অভিযোগ, সরকার প্রথম থেকে আলাদা রাজ্যের দাবিকে সরিয়ে জিটিএ-র প্রশাসনিক বোর্ড চালু করে পাহাড়বাসীর আশা আকাঙ্খাকে ধামাচাপা দিতে সচেষ্ট।

জাপের যুব সংগঠনের সাধারণ সম্পাদক ভুপেন রাই বলেন, ‘‘পাহাড়ে ১২ জন গুলিতে মারা গিয়েছেন। সকলেই আলাদা রাজ্যের জন্য পথে নেমেছিলেন। কিন্তু আমরা দেখতে পারছি, একের পর এক সর্বদল বৈঠক হচ্ছে। তাতে পাহাড়ের একদল নেতা যাচ্ছেন। উন্নয়নের কথা ঠিক আছে, কিন্তু গোর্খাল্যান্ডের কথা তাঁরা আর বলছেনই না।’’ ভুপেনবাবুর অভিযোগ, উন্নয়নের কথা বলে সরকার বিনয় তামাঙ্গকে নিয়ে নিয়ে চক্রান্ত করছে।

Advertisement

এ দিন সকালে কালিম্পং টাউন হলে মাথা কামানোর কর্মসূচি হওয়ার কথা ছিল। পুলিশ-প্রশাসনের অনুমতি না মেলায় তাঁরা দলীয় দফতরে ওই কর্মসূচি পালন করেন। সাধারণত, আত্মীয় বিয়োগ হলে শোক পালনের এই রীতি মানা হয়। বছর চারেক আগে বিমল গুরুঙ্গের নির্দেশে যুব মোর্চার সদস্যরা চকবাজারে মাথা নেড়া করেছিলেন। এ বার মোর্চা আন্দোলনে নামার ক’দিন পরেই যুব মোর্চার সদস্যরা খালি গায়ে টিউবলাইট ভেঙে প্রতিবাদ করেন।

আলোচনাপন্থী মোর্চা শিবিরের নেতা অনীত থাপা বলেছেন, ‘‘আলাদা রাজ্যের দাবি আদায়ের পথ খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গড়ছি। সেই পথ বার করতে হবে। ততদিন উন্নয়নকে তো থামিয়ে রাখলে চলবে না। আমরা তাই করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন