হাতির হানায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঝাড়গ্রামে, তারপর ক’দিন আগে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে ‘বন দফতর রেখে লাভ কী’ এমন মন্তব্যও করতে শোনা গিয়েছে বিরক্ত মুখ্যমন্ত্রীকে। এই পরিস্থিতিতে হাতি-সঙ্কট কাটানোর পথ খুঁজতে এ বার জেলাস্তরে বৈঠক করলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। দফতরের কর্তাদের নিয়ে শনিবার তিনি মেদিনীপুরে বৈঠক করেন। জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ছিলেন দফতরের প্রধান সচিব চন্দন সিংহও। পরে মন্ত্রী বলেন, “গত এক-দু’বছর ধরে দক্ষিণবঙ্গে হাতি নিয়ে বিরাট সমস্যা হচ্ছে। লোকালয়ে হাতির হানা ঠেকাতে উত্তরবঙ্গ থেকে পাঁচটি কুনকি হাতি নিয়ে এসেছি। লোকালয়ে থেকে হাতি আস্তে আস্তে তাড়িয়ে ময়ূরঝর্নার দিকে নিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য।” বিনয়বাবু এ দিন জানান, দক্ষিণবঙ্গে দলমা থেকে হাতি এসে আর ফিরছে না। তা ছাড়া, হাতির রুচির পরিবর্তন হচ্ছে। তাই তারা লোকালয়ে চলে আসছে।