গৌড়বঙ্গে ফের ছাত্র সংঘর্ষ

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্র ইউনিট নেই। তবে ক্ষমতায় রয়েছে তৃণমূল ছাত্র পরিষদই। বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা দখলের চেষ্টা করছে ছাত্র পরিষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০২:৪০
Share:

বুধবার বিকেলে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের মধ্যে গোলমালকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের দখল নিয়ে দু’দলের মধ্যে বাঁশ, লাঠি নিয়ে সংঘর্ষ হয়। ঘটনায় দু’পক্ষের দুজন জখম হয়েছেন। পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ‘‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিছু হয়নি। বাইরে কী হয়েছে, জানা নেই।’’

Advertisement

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্র ইউনিট নেই। তবে ক্ষমতায় রয়েছে তৃণমূল ছাত্র পরিষদই। বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা দখলের চেষ্টা করছে ছাত্র পরিষদ। এ দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ে যান ছাত্র পরিষদের জেলা নেতা বাবুল শেখ। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে বাবুল শেখের পথ আটকায় তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা। সেই সময় দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, আচমকা বাঁশ দিয়ে বাবুল তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের মারধর শুরু করে দেন। তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাও পাল্টা বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। ঘটনায় বাবুল শেখ ও তৃণমূল ছাত্র পরিষদের প্রতাপ ঘোষ জখম হন। দু’জনকেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে থানাতে লিখিত অভিযোগ জানানো হয় এ দিনই। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় বলেন, “বাবুল বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের প্ররোচিত করছেন। ছাত্রদের উপরে হামলা চালিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন তাঁরা।”

বাবুল শেখ বলেন, “আমি বিশ্ববিদ্যালের বাইরে দাঁড়িয়েছিলাম। সেই সময় টিএমসিপির ছেলেরা আমাকে ঘিরে মারধর শুরু করে দেয়। জেলা নেতৃত্বকে পুরো ঘটনাটি জানানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, সামান্য গোলমাল হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন