অধ্যক্ষ নিগ্রহে শাস্তি দাবি

কলেজের নিগৃহীত ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুর্জয় দেবের পিছনে দাঁড়ালেন বালুরঘাট আইন কলেজের ছাত্রছাত্রীরা। বুধবার বিকেলে কলেজ চত্বরে একজোট হয়ে পড়ুয়ারা অধ্যক্ষ নিগ্রহে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন। ঘটনার পর ছুটি পড়ে যাওয়ায় কলেজটি বন্ধ ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ০২:২৮
Share:

কলেজের নিগৃহীত ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুর্জয় দেবের পিছনে দাঁড়ালেন বালুরঘাট আইন কলেজের ছাত্রছাত্রীরা। বুধবার বিকেলে কলেজ চত্বরে একজোট হয়ে পড়ুয়ারা অধ্যক্ষ নিগ্রহে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন। ঘটনার পর ছুটি পড়ে যাওয়ায় কলেজটি বন্ধ ছিল।

Advertisement

এ দিন কলেজ খুলতেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ অল্প সময়ের জন্য কলেজে যান। সে সময় আইন কলেজ অধিকাংশ পড়ুয়া দুর্জয়বাবুকে অভয় দিয়ে আন্দোলনে নামে। হামলাকারী অভিযুক্তদের চাপে অধ্যক্ষের লেখা ইস্তফাপত্র গৃহীত হবে না বলে আগেই জানিয়েছিলেন আইন কলেজের প্রশাসক তথা গৌড়বঙ্গের রেজিস্ট্রার সনাতন দাস। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুর্জয়বাবু এ দিন কোনও কথা বলতে চাননি। তিনি শুধু বলেন, ‘‘মানসিক ভাবে এখনও বিপর্যস্ত রয়েছি।’’

এ দিন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা অভিযুক্তদের কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার দাবি তোলেন। পড়ুয়াদের পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারের কাছে লিখিত দাবি পত্র পাঠিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে কলেজের সুষ্ঠু পরিবেশ ফেরানোর আবেদন জানিয়েছে।

Advertisement

গত শনিবার কলেজের অষ্টম সেমেস্টারে ফেল করা ছাত্রদের একাংশ ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুর্জয়বাবুকে ঘরে আটকে হুমকি দিয়ে জোর করে তাঁকে পদত্যাগ পত্র লিখতে বাধ্য করে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল নেতা সুভাষ চাকির কলেজ পড়ুয়া ছেলে শাশ্বতর অনুগামী শেখ রফিকুল ইসলাম সহ মোট ৭ জনের বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের করেন। ডিএসপি(সদর) সৌম্যজিত বড়ুয়া বলেন, ‘‘অভিযুক্তদের খোঁজে তল্লাশি হয়েছে। তারা বালুরঘাটের বাইরে পালিয়ে রয়েছে।’’ তবে কলেজের ছাত্রদের একাংশের অভিযোগ, শহরে এক তৃণমূল নেতার বাড়ি ভাড়া নিয়ে থাকে অভিযুক্তরা। তাই পুলিশ তাদের ধরতে সাহস করছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement