অন্যের জমিতে বীজ বুনেও সাফল্য

মানিকচক ব্লকের মথুরাপুর পঞ্চায়েতের কামালপুর গ্রামের বাসিন্দা অসেব আনসারি। তিনি অন্যের জমিতে চাষবাস করেন। তাঁর পাঁচ ছেলের মধ্যে সামিরুলই ছোট। অন্য ছেলেরা দিন মজুরি করলেও সামিরুলকে পড়িয়ে যাচ্ছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ০৩:০০
Share:

অন্যের জমিতে বীজ বুনে উচ্চমাধ্যমিকে সাফল্য পেল মানিকচকের প্রত্যন্ত গ্রামের ছেলে সামিরুল আনসারি। হতদরিদ্র পরিবারের ছেলে সামিরুল উচ্চ মাধ্যমিকের কলা বিভাগে ৪৬১ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা গ্রামকে। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত হলেও ছেলের উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত কামালপুরের দিনমজুর পরিবার। তবে সামিরুলকে সাধ্য মতো সাহায্য করার আশ্বাস দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

মানিকচক ব্লকের মথুরাপুর পঞ্চায়েতের কামালপুর গ্রামের বাসিন্দা অসেব আনসারি। তিনি অন্যের জমিতে চাষবাস করেন। তাঁর পাঁচ ছেলের মধ্যে সামিরুলই ছোট। অন্য ছেলেরা দিন মজুরি করলেও সামিরুলকে পড়িয়ে যাচ্ছেন তাঁরা। পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে অন্যের জমিতে গিয়ে বীজ বোনা থেকে শুরু করে হালও দেন সামিরুল। মানিকচকের শিক্ষা নিকেতন হাইস্কুলের কলা বিভাগে পড়াশোনা করেছেন। তিনি বাংলায় ৯৩, ইংরেজিতে ৯০, শিক্ষা বিজ্ঞানে ৯০, ইতিহাসে ৯৮ ও দর্শনে ৯০ নম্বর পেয়েছেন। কোনও গৃহশিক্ষক রাখা সম্ভব হয়নি। সাহায্য পেয়েছেন বন্ধু প্রথম বর্ষের ছাত্র ইমরান আলির কাছে। তার কাছেই পড়তেন দিনে প্রায় সাত থেকে আট ঘণ্টা। ক্রিকেট খেলায় আগ্রহ থাকলেও অবসর সময়ে বাড়ির কাজই করতে হতো।

অসেব বলেন, ‘‘আমাদের পরিবারে একমাত্র সামিরুলই শিক্ষিত। সে এমন ফল করবে ভাবতে পারিনি। স্কুলের সাহায্যে এতদিন পড়াতে পেরেছি। এ বার কী করব জানি না।’’ স্কুলের প্রধান শিক্ষক জ্যোতি ভূষণ পাঠক বলেন, ‘‘আগামীতেও আমরা তার পাশে থাকার চেষ্টা করব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন