গড়ে দিলেন কমিটি

লক্ষ্য বিধানসভা, পাহাড়ে প্রস্তুতি শুরু মমতার

আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখে দার্জিলিং পাহাড়ে দল গোছাতে আসরে নেমে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালিম্পঙের ডেলোয় গিয়ে তৃৃণমূলের পাহাড় কমিটির অন্তত ৩২ জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী সঙ্গে ‘সৌজন্য’ সাক্ষাৎ করেন। খাতায় কলমে সৌজন্যমুলক বলা হলেও তা আদতে পুরোদস্তুর দলীয় বৈঠকেই পরিণত হয় বলে তৃণমূল সূত্রের খবর।

Advertisement

কিশোর সাহা

কালিম্পং শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৯
Share:

জিটিএ-র সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখে দার্জিলিং পাহাড়ে দল গোছাতে আসরে নেমে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালিম্পঙের ডেলোয় গিয়ে তৃৃণমূলের পাহাড় কমিটির অন্তত ৩২ জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী সঙ্গে ‘সৌজন্য’ সাক্ষাৎ করেন। খাতায় কলমে সৌজন্যমুলক বলা হলেও তা আদতে পুরোদস্তুর দলীয় বৈঠকেই পরিণত হয় বলে তৃণমূল সূত্রের খবর। দলের অন্দরের খবর, এ দিন পাহাড়ের জন্য মুখ্যমন্ত্রী সাত সদস্যের ‘স্টিয়ারিং’ কমিটি গড়ে দিয়েছেন। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে। সূত্রের খবর, পাহাড়ের নেতা কর্মীদের প্রতিটি এলাকায় বাসিন্দাদের সুখ দুঃখে সামিল হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী। সেই সঙ্গে পাহাড়ের দু’জন তৃণমূল নেতার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ওঠায়, তাঁদের তিনি সর্তক করে দিয়েছেন বলেও দল সূত্রে জানা গিয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রী সোমবার সন্ধ্যায় কালিম্পঙে পৌঁছেছেন। সন্ধ্যায় তিনি ডেলোর বাংলোয় পৌঁছে যান। গত কাল সন্ধ্যেতেই তৃণমূলের পাহাড় কমিটির নেতারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যদিও মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি। অতীতেও একাধিক সরকারি সফরে মুখ্যমন্ত্রী দলীয় বৈঠক করেননি। এড়িয়ে গিয়েছেন দলের স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে একান্ত সাক্ষাতও। যদিও, মঙ্গলবার তৃণমূলের পাহাড় কমিটির তরফে মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠিয়ে জানানো হয়, তাঁরা কিছু বিষয়ে দলনেত্রীর পরামর্শ চান। তারপরেই মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করতে রাজি হন বলে সূত্রের খবর। সেই মতো এ দিন বিকেল ৫টা নাগাদ তৃণমূলের প্রতিনিধি দল ডেলোয় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তৃণমূল অন্দরের খবর, দলের নেতাদের কাছে মুখ্যমন্ত্রী প্রথমে কে কোন এলাকায় কাজ করছেন তা জানতে চান। নেতা কর্মীরা কেমন কাজ করছেন তারও খোঁজ নেন তিনি। পাহাড়ে দলের বিভিন্ন কমিটির কাজকর্ম ধরেও মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ আলোচনা করেন। দার্জিলিং-সহ পাহাড়ের তিন মহকুমায় দলের সব কমিটিকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরেই কার্শিয়াঙের এক নেতার বিরুদ্ধে যে ধরণের অভিযোগ উঠেছে তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। দলের নেতা-কর্মীদের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন দলে দুর্নীতির কোনও বিষয় নজরে আসা মাত্র তিনি ব্যবস্থা নেবেন। ওই নেতাকে সর্তক করে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। আগামীতে ফের দুর্নীতির কোনও অভিযোগ উঠলে কড়া পদক্ষেপ করা হবে বলেও এ দিন ডেলোতে নেতা-কর্মীদের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন, পাহাড়ে দলকে শক্তিশালী করতে সুসংহত ভাবে কাজ করতে হবে। শুধুমাত্র এক দিনের কথা ভাবলে হবে না। সুদুরপ্রসারী লক্ষ্য নিয়ে দলের নেতা কর্মীদের কাজ করার নির্দেশ দেন তিনি।


কালিম্পঙের গ্রাহামস হোমের মাঠে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি চলছে।

Advertisement

শাসক দলের পাহাড় কমিটি সূত্রে জানানো হয়েছে, এক বছর পরেই বিধানসভা ভোট। গত লোকসভা ভোটে দার্জিলিং আসনে তৃণমূলের প্রার্থী পরাজিত হলেও, পাহাড়ে দলের যে জনভিত্তি বেড়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে নেতাদের দাবি। পাহাড়ের তিন মহকুমাতেই তৃণমূল প্রার্থী যে ভোট পেয়েছিল তা পাহাড়ের রাজনীতিতে ‘নজিরবিহীন’ বলে দাবি করা হয়েছে। সেই জনভিত্তিকে জোরদার করতেই দলের নেতাদের কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যন্ত এলাকারও প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের অভাব অভিযোগের কথা দলের নেতা কর্মীরা শুনলে একদিকে যেমন দলের জনভিত্তি বাড়বে, তেমনই রাজ্যের শাসক দলের কাছে পাহাড়বাসীর প্রত্যাশা কী তাও জানা সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী মনে করছেন। তৃণমূলের পাহাড় কমিটির এক নেতার কথায়, “মুখ্যমন্ত্রী সব বাড়ি গিয়ে অভাব অভিযোগের কথা খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন। সেই মতো কর্মসূচি নেওয়া হবে।”

অন্যদিকে, এ দিন কালিম্পঙের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রীও মুখ্যমন্ত্রীর সঙ্গে ডেলোতে গিয়ে বৈঠক করেছেন। হরকা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কালিম্পঙে এসেছেন। সে কারণেই বিধায়ক হিসেবে ‘প্রোটোকল’ মেনে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার রবিন রাই ও বিশ্বরূপ বসাকের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন