marriage

Marriage: বিয়ে হলে, স্কুল খোলা হোক, প্ল্যাকার্ডে লিখে বিয়ে পিঁড়িতে বসলেন আলিপুরদুয়ারের শিক্ষক

কনে ফালাকাটার সুভাষপল্লির বাসিন্দা। এক সময় অসীম কনের গৃহশিক্ষক ছিলেন। সেই সূত্রেই দু’জনের মধ্যে দানা বাঁধে প্রেম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ২২:০৭
Share:

গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজের বিয়েতে অসীম দাস। নিজস্ব চিত্র

মুখে মাস্ক, গলায় বরমালা। সেইসঙ্গে গলায় ঝুলছে স্কুল খোলার অনুরোধ জানিয়ে লেখা প্ল্যাকার্ডও। সোমবার এমনই বিয়ের সাক্ষী হলেন আলিপুরদুয়ারের কুমারপাড়ার বাসিন্দারা। স্থানীয় মথুরাবাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাস নিজের বিয়েতে স্কুল খোলার দাবিই তুলেছেন।
কনে ফালাকাটার সুভাষপল্লির বাসিন্দা। এক সময় অসীম কনের গৃহশিক্ষক ছিলেন। সেই সূত্রেই দু’জনের মধ্যে দানা বাঁধে প্রেম। সোমবার অসীমের বাড়িতে বসেছিল বিয়ের বাসর। সেখানে স্কুল খোলার দাবি তুলেছেন শিক্ষক অসীম। তাঁর গলায় যে প্ল্যাকার্ড ঝুলছিল তাতে লেখা ছিল, ‘করোনা বিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলোও খোলা হোক।’

Advertisement

অসীম বলছেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তাই প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিয়ের আসরে বসেছি স্কুল খোলার দাবিতে। আমি শিক্ষকতা করি। সেখানকার ছাত্রছাত্রীদের স্কুল ছাড়া পড়াশোনার আর কোনও উপায় নেই। এত দিন ধরে স্কুল বন্ধ। ফলে ছাত্রছাত্রীদের পঠনপাঠনও স্বাভাবিক নয়। কিন্তু আমরা বেতন পাচ্ছি প্রতি মাসে। কিন্তু শিক্ষা? সেটাই বন্ধ হয়ে আছে। তাই আমার অনুরোধ, স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলো খোলা হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন