রাষ্ট্রপতি পুরস্কার পেলেন শিক্ষিকা

আলিপুরদুয়ার জেলা থেকে আদর্শ জাতীয় শিক্ষকের রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন ক্ষমা রায়। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লিতে রাষ্টপতি পুরস্কার নেবেন হ্যামিল্টনগঞ্জের নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

Advertisement
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০২:০০
Share:

আলিপুরদুয়ার জেলা থেকে আদর্শ জাতীয় শিক্ষকের রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন ক্ষমা রায়। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লিতে রাষ্টপতি পুরস্কার নেবেন হ্যামিল্টনগঞ্জের নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এর আগেও ২০০১ সালে জনগণনার জন্য রাষ্ট্রপতির দফতর থেকে কালচিনি বিডিও অফিসে তাঁর জন্য পদক ও শংসাপত্র এসেছিল। প্রধান শিক্ষিকা ক্ষমা রায় জানান, তিন মাস আগে আদর্শ জাতীয় শিক্ষকের জন্য ফর্ম ফিলাপ করেছিলেন তিনি। মূলত খেলার ছলে পড়ানো-সহ পড়ানোর মানের উপর জেলা থেকে একজন শিক্ষক নির্বাচিত হন। ১৯৮৫ ক্ষমাদেবী ওই স্কুলে যোগ দেন। রাজ্য থেকে ২২ জন শিক্ষক ওই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন