ধৃত তিন জঙ্গি

পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে দুটি পৃথক এলাকা থেকে ধরা পরেছে তিন আলোচনা বিরোধী এনডিএফবি জঙ্গি। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। সোমবার ভোরে কোকরাঝাড় জেলার কচুগাঁও থানা এবং গোসাইগাঁও থানার ঘটনা। ধৃত জঙ্গিদের নাম, জনক বসুমাতারি এবং পুষ্পক নার্জারি। এদের দু’জনের বাড়ি কচুগাঁও থানায়। মথুরাম ব্রহ্ম ওরফে উকিলের বাড়ি গোসাইগাঁও থানায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০১:৩১
Share:

পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে দুটি পৃথক এলাকা থেকে ধরা পরেছে তিন আলোচনা বিরোধী এনডিএফবি জঙ্গি। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। সোমবার ভোরে কোকরাঝাড় জেলার কচুগাঁও থানা এবং গোসাইগাঁও থানার ঘটনা। ধৃত জঙ্গিদের নাম, জনক বসুমাতারি এবং পুষ্পক নার্জারি। এদের দু’জনের বাড়ি কচুগাঁও থানায়। মথুরাম ব্রহ্ম ওরফে উকিলের বাড়ি গোসাইগাঁও থানায়। ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি ৭.৬৫ এমএম পিস্তল, ২০ রাউন্ড তাজা গুলি ও আপত্তিকর নথিপত্র। গোপন সুত্রে খবর পেয়ে এ দিন ভোরে পুলিশ ও সিআরপিএফ-এর একটি অভিযানকারী দল দু’টি এলাকায় হানা দিয়ে ধরে ফেলে তাদের। কোকরাঝাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধৃত জঙ্গিদের জেরা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement