নেওড়ায় ফের বাঘ

নেওড়াভ্যালি জাতীয় উদ্যান হিমালয়ের গা ঘেঁষে রয়েছে। গত বছর ২০ জানুয়ারি সকালে লাভা থেকে আসার পথে ট্যাক্সি চালক আনমোল ছেত্রী নেওড়াভ্যালির জঙ্গলে বাঘ দেখতে পান৷ ছবিও তোলেন৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ০৩:০৯
Share:

বিচরণ: নেওড়াভ্যালির জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় আবার ধরা পড়ল বাঘ। —নিজস্ব চিত্র।

নেওড়াভ্যালির জঙ্গলে ফের ক্যামেরায় ধরা পড়ল বাঘ ৷ গত ডিসেম্বরের শেষের দিকে নেওড়াভ্যালি জঙ্গলের তিনটি ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে৷ ছবিগুলো একটি বাঘের, নাকি আলাদা আলাদা বাঘের তা খতিয়ে দেখছে বন দফতর৷

Advertisement

নেওড়াভ্যালি জাতীয় উদ্যান হিমালয়ের গা ঘেঁষে রয়েছে। গত বছর ২০ জানুয়ারি সকালে লাভা থেকে আসার পথে ট্যাক্সি চালক আনমোল ছেত্রী নেওড়াভ্যালির জঙ্গলে বাঘ দেখতে পান৷ ছবিও তোলেন৷ এই ঘটনায় হইচই পড়ে যায় বন কর্তা থেকে শুরু করে পরিবেশপ্রেমীদের মধ্যে৷ এরপরই বন দফতরের তরফে নেওড়াভ্যালিতে ২২টি ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়৷ যদিও পাহাড়ে আন্দোলনের সময় বন দফতরের অনেক সম্পদ পুড়েছে, ট্র্যাপ ক্যামেরা চুরিও হয়েছে৷ বদল করা যায়নি অনেক ক্যামেরার ব্যাটারিও৷ এই পরিস্থিতিতে ফের ট্র্যাপ ক্যামেরায় বাঘ ধরা পড়তে খুশি সকলেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন