দলত্যাগী ওয়ার্ডেই নজর দুই শিবিরের

এক দলের লক্ষ্য ঘর সামলানো। অন্য দলের পাখির চোখ ঘরের দখল নেওয়া। রায়গঞ্জ পুরভোটের এই লড়াইতে যুধুধান কংগ্রেস এবং তৃণমূল দু’দলেরই নজর ‘দলত্যাগী’দের ওয়ার্ডগুলিতে। বুধবার সারা দিনের প্রচারে সেটাই দেখা গেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ০১:৫২
Share:

এক দলের লক্ষ্য ঘর সামলানো। অন্য দলের পাখির চোখ ঘরের দখল নেওয়া। রায়গঞ্জ পুরভোটের এই লড়াইতে যুধুধান কংগ্রেস এবং তৃণমূল দু’দলেরই নজর ‘দলত্যাগী’দের ওয়ার্ডগুলিতে। বুধবার সারা দিনের প্রচারে সেটাই দেখা গেল।

Advertisement

এ দিন সকাল থেকে কংগ্রেসের প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সি ঘুরলেন দলেরই বিদায়ী কাউন্সিলর আদেশ মাহাতোর ওয়ার্ডে। এ বারেও তাঁকে প্রার্থী করেছিল কংগ্রেস। পরে তিনি তৃণমূলে যোগ দেন। নেতা দল বদলালেও ওয়ার্ডের দখল যাতে হাতছাড়া না হয় সে কারণেই প্রাক্তন সাংসদ বাড়ি বাড়ি ঘুরছেন বলে কংগ্রেস কর্মীদের দাবি।

অন্যদিকে পরিবহণমন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে চারটি ওয়ার্ড। যাঁর দু’টিতে প্রার্থী পুরভোটে কংগ্রেসের দুই নেতা মোহিত সেনগুপ্ত এবং পবিত্র চন্দ। বাকি দু’টিতে ওয়ার্ড কংগ্রেস ছেড়ে আসা দুই বিদায়ী কাউন্সিলর। তৃণমূলের দাবি, দীর্ঘদিন কংগ্রেস করার পরে ১৮ এবং ২৩ নম্বর ওয়ার্ডের দুই বিদায়ী কাউন্সিলর এ বার ঘাসফুলের প্রার্থী। এ নিয়ে দলের কর্মী এবং বাসিন্দাদের যাতে কোনও দ্বিধা না থাকে সে কারণেই শুভেন্দুবাবুর সভার জন্য ওয়ার্ড দু’টিকে বাছা হয়েছে।

Advertisement

এ দিন দীপাদেবীর প্রচারে ছিলেন সিপিএমের নেতা-কর্মীরাও। দীপাদেবী বলেন, ‘‘তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে ও রায়গঞ্জ শহরে শান্তিশৃঙ্খলা বজায় রেখে সার্বিক উন্নয়নের দাবিতে সিপিএমের নেতা কর্মীদের নিয়ে প্রচার চালাচ্ছি।’’

রাতে মোিহতবাবুর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান শুভেন্দু। রাত ৮টা থেকে প্রায় একঘণ্টা শুভেন্দুবাবু দলীয় প্রার্থী অভিজিৎ সাহাকে নিয়ে প্রচার করেন। শুভেন্দুবাবুকে বলতে শোনা যায়, ‘‘এতদিন আপনারা মোহিতবাবুকে জিতিয়েছেন! কিন্তু তিনি কোনও উন্নয়ন করতে পারেননি! উন্নয়নের স্বার্থে এ বারে তরুণ প্রার্থী অভিজিতকে জয়ী করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন