TMC

WB municipal election 2022: ভোটের আগেই দিনহাটায় ৭ ওয়ার্ডে জয়ের দাবি তৃণমূলের, সন্ত্রাসের অভিযোগ বিজেপি-র

অন্য দিকে, সিপিএমের পক্ষ থেকে চারটি ওয়ার্ড এবং কংগ্রেসের পক্ষ থেকে মাত্র একটি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা পড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ০০:২৩
Share:

১৬টি ওয়ার্ডের প্রতিটিতেই তৃণমূলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফাইল চিত্র ।

পুরভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতটি ওয়ার্ডে জয তৃণমূলের। তাদের দাবি, দিনহাটা পুরসভার ১, ৩, ৯, ১২, ১৩, ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে কোনও প্রার্থী দিতে পারেনি বিরোধী দল। তাই এই ওয়ার্ডগুলিতে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। দিনহাটা পুরসভার ১৬টি ওয়ার্ডের প্রতিটিতেই তৃণমূলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিজেপি-র পক্ষ থেকে ৮টি ওয়ার্ডে মনোনয়ন জমা দেওয়া হলেও বাকি ৮টিতে প্রার্থী দিতে পারেনি তারা।

আপাত ভাবে ১৬টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে তৃণমূলের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। বৃহস্পতিবার স্ক্রুটিনির পরেই বোঝা যাবে মোট ক’টি ওয়ার্ডে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে।

Advertisement

অন্য দিকে, সিপিএমের পক্ষ থেকে চারটি ওয়ার্ড এবং কংগ্রেসের পক্ষ থেকে মাত্র একটি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা পড়েছে। এই পরিস্থিতিতে ৭টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনও প্রার্থী নেই। মনোনয়নপত্র তুলে নেওয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি।

তবে এই বিষয়ে গেরুয়া শিবিরের অভিযোগ, দিনহাটা পুরসভা নির্বাচনে ১৬ ওয়ার্ডেই বিজেপির প্রার্থীরা মনোনয়ন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তৃণমূলআশ্রিত গুন্ডাবাহিনীর সন্ত্রাসের কারণে ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেনি। প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকি মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময়েও বিজেপি প্রার্থীদের বাধা দেওয়া হয় বলেও বিজেপি-র অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement