কোচবিহার জেলা পরিষদের স্থায়ী সমিতির পূর্তে নাম জলিল-পঙ্কজের

সোমবার কোচবিহার জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন হয়। পূর্ত স্থায়ী সমিতির এক নম্বরে আব্দুল জলিল আহমেদের নাম রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০২:৪৮
Share:

সোমবার কোচবিহার জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন হয়। —ফাইল চিত্র।

সভাধিপতি হতে না পারায় তাঁর অনুগামীরা বিক্ষোভে সামিল হয়েছিলেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেও বিক্ষোভ দেখানো হয়। কলকাতায় কোর কমিটির বৈঠকে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিলেন তাঁকে। তৃণমূলের সেই সংখ্যালঘু নেতা আব্দুল জলিল আহমেদই কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্ব পেতে চলেছেন বলে তৃণমূল সূত্রে খবর। তবে পূর্ত স্থায়ী সমিতিতে রয়েছে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের পুত্র পঙ্কজেরও নাম। রবীন্দ্রনাথবাবু বলেন, “স্থায়ী সমিতি গঠন হয়েছে। পরে কর্মাধ্যক্ষ নির্বাচন হবে। দল যাঁকে যে দায়িত্ব দেবেন, তিনি সেই দায়িত্বই নেবেন।”

Advertisement

সোমবার কোচবিহার জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন হয়। পূর্ত স্থায়ী সমিতির এক নম্বরে আব্দুল জলিল আহমেদের নাম রয়েছে। তিনি কর্মাধ্যক্ষের পদ না পেলে আবার ক্ষোভ তৈরি হবে কি না, সে প্রশ্নে জলিল বলেন, ‘‘আগের বার কয়েক জন আবেগে এমনটা করেছিলেন। দলে কোনও দ্বন্দ্বের ব্যাপার নেই। দলীয় নেতৃত্ব যা দায়িত্ব দেবেন সেই হিসেবেই কাজ করব।” গত পুরবোর্ডে পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্বে ছিলেন চৈতি বর্মন বড়ুয়া। এ বার তাঁকে বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতিতে রাখা হয়েছে। তিনি বলেন, “কোনও সমিতি ছোট নয়। কাজটাই বড় কথা।”

তৃণমূল সূত্রে খবর, জেলা পরিষদের স্থায়ী সমিতির মুখ হিসেবে যাঁদের রাখা হয়েছে তাঁদের অনেকেই রবীন্দ্রনাথবাবুর ঘনিষ্ঠ বলেই পরিচিত। রবিবাবু বলেন, ‘‘দল যা ঠিক মনে করবে তাই হবে। এখানে গোষ্ঠী বা ক্ষোভের কোনও ব্যাপার নেই।’’

Advertisement

কোচবিহার জেলা পরিষদের স্থায়ী সমিতির মনোনীত সদস্যরা হলেন আব্দুল জলিল আহমেদ, পঙ্কজ ঘোষ, শুচিস্মিতা দেবশর্মা, পম্পা রায় সরকার, পরিমল বর্মণ, প্রতিমা দেব, মমতাজ খাতুন, গোপাল রায়, গজেন্দ্রনাথ রায়, রূপা রায় বর্মণ, ধনীরাম অধিকারি, চৈতি বর্মণ বড়ুয়া, বরুণ কুমার দত্ত, কৃষ্ণকান্ত বর্মণ, নিলীমা বর্মণ, জগদীশ বর্মণ, প্রতিমা রায় সরকার, মজিবর রহমান, নৃপেন দাস, নুর আলম হোসেন, আলিমা খাতুন বিবি, বরুণ কুমার দত্ত, নৃপেন দাস, শিখা দাস, জবা বেগম, সান্তনা রায়, শুক্লা সরকার রায় বিশ্বাস, মীর হুমায়ন কবীর, ফুলতি রায়, লিপিকা বর্মণ, অশোক রায়, লতিকা বর্মণ ডাকুয়া, অনিমেষ ভট্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন