পাহাড়ে মোর্চার পাল্টা আন্দোলন তৃণমূলের

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার পাল্টা আন্দোলনের ঘোষণা করল পাহাড় তৃণমূল। আগামী ১৪ অগস্ট দার্জিলিঙের ভা-টুকভারে তৃণমূল জনসভা করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৬ ০১:৩৯
Share:

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার পাল্টা আন্দোলনের ঘোষণা করল পাহাড় তৃণমূল। আগামী ১৪ অগস্ট দার্জিলিঙের ভা-টুকভারে তৃণমূল জনসভা করবে।

Advertisement

গত রবিবার সেখানেই জনসভা করে পৃথক গোর্খাল্যান্ডের দাবি আদায়ে পাহাড়ের যুবকদের অস্ত্র নিয়ে আন্দোলনের কথা আলোচনা করার পরামর্শ দিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি তথা জিটিএ-র চিফ বিমল গুরুঙ্গ। যা নিয়ে প্রবল বির্তক হয় পাহাড়ে। তবে পর দিনই মোর্চার তরফে সাংবাদিক বৈঠক করে শান্তিপূর্ণ আন্দোলন হবে বলে বিবৃতি দেওয়া হয়। গুরুঙ্গও অস্ত্র নিয়ে আন্দোলন সম্পর্কে কোনও কথা বলেননি বলে দাবি করেন।

স্বাধীনতা দিবসের আগের দিন টুকভারে জনসভা করে পাহাড়ে শান্তি এবং উন্নয়নের বার্তা দেওয়া হবে বলে তৃণমূলের দাবি। দল সূত্রের খবর, সে দিনের জনসভায় গুরুঙ্গ তথা মোর্চাকে পাল্টা আক্রমণ করার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

গুরুঙ্গের মন্তব্য নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও নালিশ জানানো হবে বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। তৃণমূলের পাহাড় কমিটির মুখপাত্র বিন্নি শর্মা বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা গুরুঙ্গের উস্কানিমূলক মন্তব্যের বিরোধিতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সহ ঊর্ধ্বতন মহলে অভিযোগ জানাব।’’ এ দিকে আজ দার্জিলিঙে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার যুব সংগঠনের মিছিল রয়েছে। দলীয় সূত্রের খবর, তারা যে অহিংস আন্দোলনের পথেই চলতে চান সেই বার্তা দেওয়া হবে। যুব মোর্চার মুখপাত্র অনিল রাসাইলে বলেন, ‘‘গণতান্ত্রিক ভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন