বিরোধীদের উপরে হামলা, কোচবিহারে অভিযুক্ত টিএমসিপি

কলেজে ঢুকে ডিএসও প্রভাবিত স্টুডেন্টস ফোরামের ছাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠল টিএমসিপি সমর্থকদের বিরুদ্ধে।শনিবার দুপুরে কোচবিহারের ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ে ওই ঘটনায় অন্তত চার ছাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে ফোরামের সদস্যা অনন্যা কার্জিকে কোচবিহার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০২:৩২
Share:

কলেজে ঢুকে ডিএসও প্রভাবিত স্টুডেন্টস ফোরামের ছাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠল টিএমসিপি সমর্থকদের বিরুদ্ধে।

Advertisement

শনিবার দুপুরে কোচবিহারের ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ে ওই ঘটনায় অন্তত চার ছাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে ফোরামের সদস্যা অনন্যা কার্জিকে কোচবিহার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জরী বিশ্বাস বলেন, “সংসদ নির্বাচনে জয়ী এক ছাত্রীর সঙ্গে শংসাপত্র নিতে আসা এক অভিভাবকের গোলমাল হয়। পুলিশ এসেছিল। কলেজের তরফে অভিযোগ জানানো হবে।”

কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” কলেজ প্রতিষ্ঠার সাড়ে তিন দশকের মাথায় শুক্রবার প্রথম সেখানে ছাত্রী সংসদের নির্বাচন হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনে ডিএসও প্রভাবিত স্টুডেন্টস ফোরাম ৩০টি আসনের মধ্যে ১৮টি আসন পেয়েছে। ফোরামের অভিযোগ, ওই পরাজয় মানতে পারছে না টিএমসিপি। যার জেরেই পরিকল্পিত ভাবে কলেজে ঢুকে তাদের সমর্থক ছাত্রীদের ওপর হামলা চালানো হয়। তাদের মধ্যে যুবকরাও ছিল। সিসিটিভিতেও মারধরের ফুটেজ রয়েছে। টিএমসিপি অবশ্য ওই অভিযোগ ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা অভিযোগ, তাদের জয়ী প্রার্থীদের এ দিন ঢুকতে বাধা দেয় ফোরামের সমর্থকরা। টিএমসিপির কোচবিহার জেলা সভাপতি সাবির সাহাচৌধুরী বলেন, “আমাদের এক ছাত্রী তাঁর দাদার সঙ্গে ঢুকলে আক্রান্ত হন।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন