Congress

ক্ষোভ উগরে মালদহে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ব্লক সম্পাদক, গুরুত্ব দিতে নারাজ শাসকদল

দলত্যাগী নেতার দাবি, মালদহের চাঁচলে তৃণমূল ও বিজেপির মধ্যে কোনও পার্থক্য নেই। তিনি বলেন, ‘‘তারা একই মুদ্রার দুই পিঠ। যদিও দলত্যাগকে গুরুত্ব দিচ্ছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৬:০৬
Share:

মালদহে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান। — নিজস্ব চিত্র।

মালদহে তৃণমূলে আবার ভাঙন। দলীয় নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দল ছাড়লেন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক। মঙ্গলবার কংগ্রেসে যোগ দেন চাঁচল-১ তৃণমূলের সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম। যদিও সাধারণ সম্পাদকের দলত্যাগকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল নেতৃত্ব।

Advertisement

দু’দিন আগেই চাঁচল-১ ব্লকে তৈরি হয়েছে তৃণমূলের নতুন কমিটি। সেখানে সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পেয়েছিলেন রায়হানুল। কিন্তু নতুন কমিটি তৈরির পরেই প্রকাশ্যে এল তৃণমূলের অন্দর কলহ। দলীয় নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন চাঁচল-১ ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক রায়হানুল। তাঁকে দলে স্বাগত জানান চাঁচল-১ ব্লকের কংগ্রেস সভাপতি আনজারুল হক। কংগ্রেসে যোগ দিয়েই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করে রায়হানুল বলেন, ‘‘টাকা দিয়ে দলের পদ পেতে হবে। আর টাকা যদি না থাকে তা হলে কোনও বিশেষ নেতার চাটুকারিতা করতে হবে। এই ঘৃণ্য রাজনীতি আমার পক্ষে সম্ভব নয়। তাই তৃণমূল ছাড়লাম। চাঁচলে তৃণমূল ও বিজেপি হচ্ছে একই কয়েনের এ পিঠ আর ও পিঠ।’’

যদিও রায়হানুলের দলবদলকে গুরুত্ব দিতে চাইছে না ব্লক তৃণমূল নেতৃত্ব। ব্লকের তৃণমূল সভাপতি শেখ আফসার আলি বলেন, ‘‘রায়হানুল ইসলাম ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন না। তিনি শুধুমাত্র তৃণমূলের এক জন কর্মী মাত্র। তিনি দল ছাড়লে দলে তার কোনও প্রভাবই পড়বে না।’’

Advertisement

শুধু ব্লকের সাধারণ সম্পাদক নয় একাধিক তৃণমূল নেতা যোগাযোগ রাখছেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। আনজারুল বলেন, ‘‘রায়হানুল তৃণমূলের এক জন লড়াকু নেতা ছিলেন। তাঁকে দলে জায়গা না দেওয়াটা তৃণমূলের দুর্ভাগ্য। ভুল বুঝতে পেরেছেন তাই কংগ্রেসে যোগ দিয়েছেন। ঘরের ছেলে ঘরে ফিরেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন