নিজের আনা ব্যাগে ফেলতে হবে জঞ্জাল

দূষণ মুক্ত পর্যটন কেন্দ্র গড়ে তুলতে অভিনব পরিকল্পনা নিতে চলেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। জঙ্গলে ঘুরতে গিয়ে বর্জ্য ফেলে এসে দূষণ ছড়ানো আটকাতে পর্যটকদের বাধ্যতামূলক ভাবে পাটের ব্যাগ নিয়ে জঙ্গলে যেতে হবে জানিয়েছে প্রশাসন। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস থেকেই চালু হবে এ ব্যবস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালবাজার শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪০
Share:

দূষণ মুক্ত পর্যটন কেন্দ্র গড়ে তুলতে অভিনব পরিকল্পনা নিতে চলেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। জঙ্গলে ঘুরতে গিয়ে বর্জ্য ফেলে এসে দূষণ ছড়ানো আটকাতে পর্যটকদের বাধ্যতামূলক ভাবে পাটের ব্যাগ নিয়ে জঙ্গলে যেতে হবে জানিয়েছে প্রশাসন। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস থেকেই চালু হবে এ ব্যবস্থা।

Advertisement

গরুমারা ও চাপড়ামারির মতো জঙ্গলে যেখানে প্রতিদিন পর্যটকরা নজরমিনারগুলিতে ঘোরেন সেখানে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রকল্পটি লাটাগুড়িতে শুরু হচ্ছে। বন দফতর, স্থানীয় বনবস্তির বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী, রিসর্ট মালিক এবং মালবাজার পুরসভাকে নিয়ে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। দূষণ মুক্ত পর্যটনকে উৎসাহ জোগানোর জন্য এই পরিকল্পনা বলে জানান জলপাইগুড়ির জেলাশাসক মুক্তা আর্য। তিনি বলেন, ‘‘অস্থায়ী ভিত্তিতে নয়, সারা বছর পরিকল্পনার বাস্তবায়নে লক্ষ্য নিয়েছি।’’

জঙ্গলে ঢোকার আগে টিকিটের সঙ্গে গাড়ি পিছু ১০০ টাকা দিয়ে পাটের ব্যাগ কিনতে হবে পর্যটকদের। ঘুরে আসার পরে পর্যটকরা বর্জ্য সেই পাটের ব্যাগে রেখে সেই কাউন্টারে ফেরত দিলে ৮০টাকা ফেরত দেওয়া হবে। ওই পাটের ব্যাগগুলি স্থানীয় বনবস্তি বাসিন্দাদের দিয়ে তৈরি করা হবে। এর মাধ্যমে তাঁদের আর্থিক স্বনির্ভরতা দেওয়া যাবে। পর্যটকদের এই বর্জ্য মালবাজার পুরসভার গাড়ি সরিয়ে নিয়ে যাবে।

Advertisement

মালবাজারের চেয়ারম্যান স্বপন সাহা বলেন, ‘‘লাটাগুড়িতে আমরা পরিকাঠামো দিয়ে সাহায্য করব।’’ মালবাজারে উদীচী পর্যটক আবাসে বিশ্ব পর্যটন দিবস থেকে পুরসভার উদ্যোগে হেল্পডেস্ক শুরু হয়ে যাচ্ছে বলেও জানান তিনি। উদীচীর সভাঘরে পর্যটন নিয়ে সেমিনার হবে। লাটাগুড়ি ও মালবাজার দু’জায়গাতেই জেলাশাসক-সহ কর্তারা থাকবেন। পর্যটনমন্ত্রী গৌতম দেবও থাকতে পারেন বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন