উদয়নের বিরুদ্ধে বিধিভঙ্গের নালিশ

বিধি ভেঙে ভোট প্রচারের অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা দিনহাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী উদয়ন গুহের বিরুদ্ধে। মঙ্গলবার দিনহাটার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে তৃণমূল কংগ্রেস ওই ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৫ ০২:২০
Share:

বিধি ভেঙে ভোট প্রচারের অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লক বিধায়ক তথা দিনহাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী উদয়ন গুহের বিরুদ্ধে।

Advertisement

মঙ্গলবার দিনহাটার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে তৃণমূল কংগ্রেস ওই ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছে। তৃণমূলের অভিযোগ, বামেদের দখলে থাকা দিনহাটা পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীদের বিভিন্ন এলাকায় প্রচার চালানোর সময় উদয়নবাবু নিজের সঙ্গে নিয়ে যাচ্ছেন। অথচ ভোট বিধি চালু হওয়ার পর পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচারে যেতে পারেন না। আগেও ওই পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীদের একাংশের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের হয়ে ভোট প্রচারে সামিল হওয়ার ব্যাপারে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল তৃণমূল।

প্রশাসন সূত্রের খবর, প্রথম দফার অভিযোগ জমা হওয়ার পরেই প্রশাসনের তরফে পুরসভাকে চিঠি পাঠিয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মীরা কোন দলের হয়ে ভোট প্রচার করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়। ওই ঘটনা নিয়ে চাপানউতোরের মধ্যেই এ দিন খোদ উদয়নবাবুর বিরুদ্ধে অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

দিনহাটার তৃণমূল নেতা তথা ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী অসীম নন্দী বলেন, “চাকরির সমস্যার ভয় দেখিয়ে পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীদের অনেককেই ভোট প্রচারে নিয়ে যাচ্ছে ফরওয়ার্ড ব্লক নেতা-প্রার্থীরা। উদয়ন গুহ নিজেও বিধি ভেঙে ওই কর্মীদের নিয়ে প্রচারে যাচ্ছেন। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।” দিনহাটার যুব তৃণমূল নেতা জ্যোর্তিময় দে’র দাবি, “ অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রশাসন চাইলে সেসব দেওয়া হবে।” উদয়ন গুহ অবশ্য ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমি কোনও নির্বাচন বিধি ভাঙিনা। ওরকম কাউকে নিয়ে কোথাও প্রচারেও যাইনি। ভিত্তিহীন অভিযোগ। তবে কারও বাড়িতে প্রচারে যাওয়ার পর তিনি যদি একটু এগিয়ে দেন সেটা বিধিভঙ্গ কি না জানিনা।” দিনহাটার মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন