udayan Guha

ফিরলেন উদয়ন

এ দিন, ৬৭ বছরের উদয়নকে নিয়ে দলের নেতা কর্মী, সমর্থকরা ঘুঘুমারি থেকে বাইক ও গাড়ি নিয়ে র্যালি করে দিনহাটায় আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিনহাটা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২০ ০৭:৫৮
Share:

ফেরা: দিনহাটায় ঢোকার মুখে র্যালিতে উদয়ন গুহর গাড়ি। নিজস্ব চিত্র

করোনামুক্ত হয়ে বারো দিন পর রবিবার দিনহাটায় ফিরলেন বিধায়ক উদয়ন গুহ। অভিযোগ উঠল, সামাজিক দূরত্ব উপেক্ষা করেই তাঁকে স্বাগত জানালেন তৃণমূলের নেতা, কর্মী, সমর্থকেরা। সেখানেবাইক আরোহী অনেকের মাথায় হেলমেটও ছিল না বলে অভিযোগ। জবাবে স্থানীয় নেতারা জানান, বিধি মেনেই সব করা হয়েছে। তবে, আবেগ বেশি থাকায় কখনও অনিয়ম ঘটে থাকতে পারে।

Advertisement

এ দিন, ৬৭ বছরের উদয়নকে নিয়ে দলের নেতা কর্মী, সমর্থকরা ঘুঘুমারি থেকে বাইক ও গাড়ি নিয়ে র্যালি করে দিনহাটায় আসেন। শহরের পাঁচমাথার মোড়ে মহিলারা ফুল ছিটিয়ে উলুধ্বনি দিয়ে স্বাগত জানান। বহু মানুষও সেখানে ভিড় করেন। কাঁচতোলা গাড়ি থেকে হাত নাড়িয়ে সকলকে শুভেচ্ছা জানান উদয়ন। তৃণমূল নেতা বিশু ধর, পুরসভার প্রাক্তন কাউন্সিলার গৌরীশংকর মাহেশ্বরী প্রমুখ উদয়নকে পুষ্পস্তবক দেন।

তৃণমূল নেতা বিশু ধর জানান, বিধায়কের করোনামুক্ত হওয়া নিয়ে আবেগ এতটাই বেশি ছিল যে, অল্পবিস্তর হয়তো কিছু অনিয়ম হয়েছে। এটা কোনও দলীয় কর্মসূচি নয়। ব্যক্তি উদয়ন গুহর প্রতি মানুষের ভালবাসার ছবি।

Advertisement

বাড়ি ফিরে উদয়ন বলেন, ‘’সকলের শুভেচ্ছা ও ভালবাসায় করোনাযুদ্ধ জয় করে ফিরে আসতে পেরেছি।“

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন