সুবিধের আন্ডারপাসে অসুবিধে

যাতায়াতের সুবিধের জন্য তৈরি হয়েছিল আন্ডারপাস। কিন্তু সেটাই এখন অসুবিধেয় ফেলছে মালবাজার পুর এলাকার বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাচ্ছে সেই আন্ডারপাসে, নাকাল হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আন্ডারপাসের বেহাল জল নিকাশির জন্যই এই দুরবস্থায় পড়তে হচ্ছে বলে দাবি বাসিন্দাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালবাজার শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০২:৩২
Share:

এমন জল ভেঙেই পেরোতে হয় আন্ডারপাস। ছবি: সব্যসাচী ঘোষ

যাতায়াতের সুবিধের জন্য তৈরি হয়েছিল আন্ডারপাস। কিন্তু সেটাই এখন অসুবিধেয় ফেলছে মালবাজার পুর এলাকার বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যাচ্ছে সেই আন্ডারপাসে, নাকাল হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আন্ডারপাসের বেহাল জল নিকাশির জন্যই এই দুরবস্থায় পড়তে হচ্ছে বলে দাবি বাসিন্দাদের।

Advertisement

মালবাজার পুর এলাকার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের সংযোগ স্থলে মালবাজার স্টেশন লাগোয়া এলাকায় তৈরি এই আন্ডারপাসটি মাসখানেক আগে পথচারীদের জন্য খুলে দেওয়া হয়। এর ফলে রেললাইনের দক্ষিণপ্রান্তে থাকা ৩টি ওয়ার্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতির আশা করেছিলেন বাসিন্দারা। মালাবাজারেরে সিজার স্কুল, আনন্দ বিদ্যাপীঠ- সহ একাধিক গুরুত্বপূর্ণ স্কুলের পড়ুয়াদের জন্য যাতায়াত সহজ হবে বলে ভাবা হয়েছিল। কিন্তু যাবতীয় আশায় জল ঢেলে দেয় বৃষ্টি। একরাতের বৃষ্টিতেই হাঁটু সমান জল দাঁড়িয়ে গিয়েছে ওই এলাকায়। বাধ্য হয়ে ঘুরপথে রেললাইন নিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের।

পরিকল্পহীনতার ফলেই এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ক্ষোভ ছড়়িয়েছে রেল কর্তৃপক্ষ ও মালবাজার পুরসভার বিরুদ্ধেও। মালবাজার পুরসভার ৫নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মিঠু মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রতিদিনই বাসিন্দারা অভিযোগ করছেন। বিষয়টি চেয়ারম্যানকেও জানিয়েছি।’’ দ্রুত নিকাশির উন্নতি না ঘটালে আগামী বর্ষায় ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন তিনি। মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, ‘‘তিনটি ওয়ার্ডে রেললাইন পেরোবার যাবতীয় পথ রেল বন্ধ করে দিয়েছে। একটি আন্ডারপাস ও একটি রেলগেট শুধু রয়েছে।’’ পরিস্থিতি ঠিক করতে আগামী বুধবার থেকেই পুরসভার কর্মীরা ওখানে নিকাশির ব্যবস্থা ঠিক করতে নামবেন বলে জানিয়েছেন তিনি। যদিও আন্ডারপাসের এই অবস্থার কথা জানেন না বলে দাবি করলেন আলিপুরদুয়ার রেল ডিভিশনের ডিআরএম সঞ্জীব কিশোর। বিষয়টি নিয়ে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন